এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উন্নয়নের বৈঠকেই গরহাজির তৃণমূলের প্রতিনিধিরা, বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে শাসকদল

উন্নয়নের বৈঠকেই গরহাজির তৃণমূলের প্রতিনিধিরা, বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে শাসকদল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উন্নয়নের কাঁধে ভর করে রাজ্যের শাসক দল তৃণমূল বাংলা জয়ের স্বপ্ন দেখছে। এবার সেই উন্নয়নের কর্মযজ্ঞে অনুপস্থিত থাকার দরুন বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে শাসক দল। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, মুর্শিদাবাদ জেলার পাবলিক একাউন্ট কমিটির বৈঠক প্রসঙ্গে। এই বৈঠকে বসার জন্য জেলার সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি এবং সহ-সভাধিপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অন্যান্য দল এই বৈঠকে উপস্থিত থাকলেও তৃণমূলের পক্ষ থেকে জেলা পরিষদের সভাপতি ও সহ-সভাধিপতি এবং জেলার দুই তৃণমূল সাংসদ অনুপস্থিত রইলেন। আর তাই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হলো তীব্র জল্পনা।

সোমবার মুর্শিদাবাদ জেলায় বসে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বা পিএসির বৈঠক। মূলত মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়েই এই বৈঠক হয়। জেলার পানীয়, জল, বিদ্যুৎ, রাস্তা, কৃষি পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার দুই তৃণমূল সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান এবং জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন ও সহ-সভাধিপতি বৈদ্যনাথ দাস এবং তৃণমূলের বিধায়করা। যথারীতি বৈঠকে উপস্থিত কংগ্রেস বিধায়ক সফিউল আলম খান তীব্র কটাক্ষ করেন এই অনুপস্থিতি নিয়ে। তিনি বলেন, তৃণমূল নেতারা বর্তমানে ভোটের রাজনীতি নিয়ে ব্যস্ত। জেলার আর্থসামাজিক উন্নয়ন নিয়ে মাথাব্যাথা করার সময় তাঁদের নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশ্য অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি মোশারফ জানিয়েছেন, তিনি বিশেষ কাজে কলকাতা থাকার জন্য বৈঠকে উপস্থিত হতে পারেননি। অন্যদিকে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খানের সঙ্গেও যোগাযোগ করা হলে তিনিও বিশেষ কিছু বলেননি বৈঠকে অনুপস্থিত থাকার প্রসঙ্গে। অন্যদিকে পিএসির চেয়ারম্যান অধীর চৌধুরী জানিয়েছেন, তিনি সমস্ত দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে উন্নয়নের বৈঠকে শাসকদলের প্রতিনিধিদের গরহাজির নিয়ে তিনিও তীব্র কটাক্ষ করেন।

বিশেষজ্ঞদের মতে, যে উন্নয়ন নিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা এত কথা বলে থাকেন, সেই উন্নয়নের বৈঠকেই তৃণমূল বিধায়ক, সাংসদ, জেলা সভাধিপতির গরহাজির যে যথেষ্ট প্রশ্নের সম্মুখীন করবে রাজ্যের শাসক দলকে সেকথা বলাইবাহুল্য। অন্যদিকে মনে করা হচ্ছে, বিরোধীদলের ডাকা বৈঠকে শাসকদল ইচ্ছাকৃতভাবেই উপস্থিত থাকেনি। তবে এই বৈঠকে উপস্থিত না থাকার কারণে এবার উন্নয়নের প্রশ্নেই কিন্তু বিরোধীরা শাসক দলকে বিঁধতে চলেছে বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!