এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উন্নয়নের পালে হাওয়া লাগিয়ে তৃণমূল নেত্রীর খোলা মঞ্চ থেকে চ্যালেঞ্জ

উন্নয়নের পালে হাওয়া লাগিয়ে তৃণমূল নেত্রীর খোলা মঞ্চ থেকে চ্যালেঞ্জ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে এখন একুশের বিধানসভা নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা। ইতিমধ্যেই যুযুধান রাজনৈতিক শিবিরগুলি একে অপরের বিরুদ্ধে চালাচ্ছে কড়া আক্রমণ। পাশাপাশি রাজ্যের মানুষের কাছে ভোট উপলক্ষ্যে ভেসে আসছে রাশি রাশি প্রতিশ্রুতি। প্রতিশ্রুতির লড়াইতে কেউই কারোর থেকে পিছিয়ে থাকছে না। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল শিবিরে এই মুহূর্তে টালমাটাল অবস্থা। ভাঙ্গনের জেরে ঘাসফুল দুর্গের ভিত নড়বড়ে বলেই ব্যাখ্যা করছেন রাজনৈতিক মহলের অনেকেই। কিন্তু তা সত্বেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উন্নয়নের ঘোড়া ছুটিয়ে রাজ্য জয় করার স্বপ্ন দেখছেন। সেরকমই বার্তা দিলেন তিনি সোমবার নদীয়ার রানাঘাটের সভামঞ্চ থেকে।

উন্নয়ন নিয়ে বিরোধীদের দিকে তিনি কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্পকে এগিয়ে রাখছেন। ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমে যেরকম একাধিক সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, ঠিক একইভাবে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতাভুক্ত হওয়ায় রাজ্যের প্রতিটি মানুষ অসুস্থতা হেতু সরকারি সুবিধা পেতে চলেছে। রাজনৈতিক মহলের আনাচে-কানাচে কান পাতলে কিন্তু শোনা যাচ্ছে তৃণমূল শিবিরের এই দুটি কর্মসূচি এই মুহূর্তে জনপ্রিয়তার তুঙ্গে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলস্বরূপ তৃণমূল শিবিরের আশা, এই কর্মসূচির প্রভাব এই জনমুখী কর্মসূচির প্রভাব আগামীদিনের বিধানসভা নির্বাচনে বোঝা যাবে। পাশাপাশি এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি মেরুকরণের রাজনীতি দিয়ে বাংলার নির্বাচন জেতার চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, খুব স্বাভাবিক ভাবেই উন্নয়নের খাতে কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল। আর তাই জোর গলায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারছেন।

তবে রাজনৈতিক মহলের অনেকেই দাবি করছেন, উন্নয়ন যদি শাসকদলের প্লাস পয়েন্ট হয় তাহলে দুর্নীতি কিন্তু শাসকদলের মাইনাস পয়েন্ট। সুতরাং আগামী বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই দুর্নীতি নিয়ে শাসক দলকে কড়া ভাবে চেপে ধরছে। তাই উন্নয়ন নিয়ে এগিয়ে থাকলেও দুর্নীতি নিয়ে যে ক্রমশ পিছিয়ে পড়ছে শাসকদল, সে ব্যাপারে একমত রাজনৈতিক মহল। পাশাপাশি বিরোধী শিবির যেভাবে তৃণমূলের ভাঙ্গন ধরাচ্ছে, তাও লক্ষণীয়। আপাতত দেখার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধীদের দিকে, তা নিজে তিনি কতটা সফল করতে পারেন।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!