এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উন্নয়নের লক্ষ্যে এবার মমতাকে ওভারটেক করে মেয়রসাহেব সিধা পৌঁছে গেলেন দিল্লির দরবারে!

উন্নয়নের লক্ষ্যে এবার মমতাকে ওভারটেক করে মেয়রসাহেব সিধা পৌঁছে গেলেন দিল্লির দরবারে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগে যে দল যেখানে ক্ষমতায় আছে, সেই এলাকার উন্নয়ন করতে তারা সদা ব্যস্ত। দীর্ঘদিন শিলিগুড়ি পৌরসভা বামেদের দখলে ছিল। কিন্তু সম্প্রতি সেই পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হলেও, সেখানকার মেয়র অশোক রঞ্জন ভট্টাচার্যকেই পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করেছে রাজ্য সরকার। আর এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যাংকঋণের সুদ মুকুবের দাবি নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হলেন সেই অশোক ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখ্য, ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের অধীনে এই শিলিগুড়ি শহরে প্রায় 1700 স্বনির্ভর গোষ্ঠী রয়েছে।

ইতিমধ্যেই সেগুলোকে নিয়ে 49 টি এরিয়া লেভেল ফেডারেশন এবং 15 টি কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এই বিষয় নিয়ে সিডিসির সঙ্গে একটি বৈঠক করেন অশোক রঞ্জন ভট্টাচার্য। আর প্রতিটি বৈঠকেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পক্ষ থেকে দুর্দশার কথা উঠে আসায় এবার কেন্দ্রের সহযোগিতা প্রার্থনা করতে শুরু করেছেন তিনি।

সূত্রের খবর, মঙ্গলবার এই ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন শিলিগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক রঞ্জন ভট্টাচার্য। রাজ্যকে এড়িয়ে কেন্দ্রের কাছে এভাবে অশোকবাবুর চিঠি পাঠানোকে কেন্দ্র করে এবার রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে‌।

এদিন এই প্রসঙ্গে অশোক ভট্টাচার্য বলেন, “লকডাউনে অন্যান্য ব্যবসার মত স্বনির্ভর গোষ্ঠীতেও প্রভাব পড়েছে। কোথাও ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে বলে মহিলারা জানিয়েছেন। তাই সময় মত ব্যাংক ঋণ মেটাতে পারছে না। এজন্য ছেলে-মেয়ের পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছে। আবার কোথাও কোথাও মহিলারা ব্যাংকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন। কিন্তু কেন্দ্রীয় বাজেটে বড় ব্যবসায়ীদের সহযোগিতা করার কথা ঘোষণা করা হলেও, স্বনির্ভর গোষ্ঠী গুলোর দিকে তাকানো হয়নি। তাই গোষ্ঠীগুলোর সুদ মুকুব করা, ঋন মেটানোর মেয়াদ 10 মাসের পরিবর্তে 20 মাস করা, গোষ্ঠীগুলোকে ট্রেনিং দেওয়ার দাবি কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। এই ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলতে শুরু করেছেন, অশোক রঞ্জন ভট্টাচার্য এই পদ্ধতি প্রয়োগ করে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন‌। একদিকে তিনি যেমন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিষয়টি নিয়ে চিন্তিত তা বুঝিয়ে দিলেন, ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়ে এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার দাবি জানাতে শুরু করলেন। স্বাভাবিকভাবেই ভোটের মুখে অশোকবাবুর এই ধরনের উদ্যোগ যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কিছুটা হলেও আশ্বস্ত করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

তবে অশোক রঞ্জন ভট্টাচার্য এইরকম উদ্যোগ নেওয়াতে তাকে কটাক্ষ করছে বিরোধীরা। তাদের দাবি, আসলে নির্বাচনের মুখে সহানুভূতি আদায় করতে এই ধরনের কাজকর্ম করছেন অশোকবাবু। কিন্তু এতে করে লাভের লাভ কিছুই হবে না। পর্যবেক্ষকদের দাবি, শিলিগুড়ি শহর বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

কিন্তু এবার এখানে একদিকে বিজেপির উত্থান এবং অন্যদিকে তৃণমূলের প্রচারে বামেদের ফল কেমন হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আর এই পরিস্থিতিতে রীতিমত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়ে অশোক রঞ্জন ভট্টাচার্যের এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!