এখন পড়ছেন
হোম > জাতীয় > অপেক্ষার আর মাত্র ৪ দিন! আগামী ১৬ তারিখ হবে ৩১ হাজার শিক্ষক নিয়োগ! কোথায় কিভাবে? জেনে নিন

অপেক্ষার আর মাত্র ৪ দিন! আগামী ১৬ তারিখ হবে ৩১ হাজার শিক্ষক নিয়োগ! কোথায় কিভাবে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পরেই বিজেপি সরকারের দাবি ছিল, সেখানে শিক্ষায় সবথেকে বেশি জোর দেওয়া হবে। আর সেই লক্ষ্যেই পুরো রাজ্যে মোট ৬৯ হাজার নতুন শিক্ষক নিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়। আর এই ৬৯ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আওতায়, আগামী ১৬ অক্টোবর ৩১ হাজার ২৭৭ জন শিক্ষককে নিয়োগ পত্র দেওয়া হবে বলে জানা গেছে।

সোমবার বেসিক শিক্ষা প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডাঃ সতীশচন্দ্র দ্বিবেদী বলেছেন যে, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের পরে ৬৯ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন মোট ৩১,২৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে, আদালতের আদেশ মেনে, প্রথম পর্যায়ে ৬৯,০০০ শূন্যপদের জন্য যোগ্যতা ও সংরক্ষণের ভিত্তিতে ৩১,২৭৭ পদে আপাতত নির্বাচন ও নিয়োগের প্রক্রিয়া চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ডাঃ দ্বিবেদী জানিয়েছেন যে, আজ বেসিক শিক্ষা কাউন্সিল প্রয়াগরাজ কর্তৃক ৩১,২৭৭ প্রার্থীর অস্থায়ী নির্বাচন তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তিনি বলেন, ৩১,২৭৭ পদে বাছাইকৃত প্রার্থীদের মধ্যে ১৫,৯৩৩ টি অসংরক্ষিত বিভাগ, ৮,৫১৩ জন অনগ্রসর শ্রেণি, ৬,৬১৫ জন তফসিলি জাতি এবং ২১৬ জন তফসিলি উপজাতি প্রার্থী রয়েছেন।

তিনি আরও জানিয়েছেন যে, ২০২০ সালের ১৪ ও ১৫ অক্টোবর বিভিন্ন জেলায় কাউন্সেলিং অনুষ্ঠিত হবে এবং ১৬ অক্টোবর নিয়োগ পত্র জারি করা হবে। শিক্ষকদের এই নির্বাচন ও নিয়োগ সুপ্রিম কোর্টে চূড়ান্ত আদেশ সাপেক্ষে করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যোগী সরকারের আমলে এই বিপুল পরিমান শিক্ষক নিয়োগ আগামী নির্বাচনে বিজেপির পক্ষেই হাওয়া আরও মজবুত করতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!