উত্তরপ্রদেশ পুরনির্বাচন – কোথায় কে মেয়র হলেন জাতীয় বিশেষ খবর December 1, 2017 উত্তরপ্রদেশের পুরনিগমের নির্বাচনের ফলাফল একে একে সামনে আসছে। এইমাত্র প্রকাশিত হল প্রতিটি পুরনিগমের মেয়র হিসেবে কে কে জিতলেন তার পূর্ণাঙ্গ তালিকা। ১. আলিগড় – মহম্মদ ফারকান (বসপা) ২. গোরক্ষপুর – সীতারাম জয়সওয়াল (বিজেপি) ৩. বারাণসী – মৃদুলা জয়সওয়াল (বিজেপি) ৪. সাহারানপুর – সঞ্জীব ওয়ালিয়া (বিজেপি) ৫. মোরাদাবাদ – বিনোদ আগারওয়াল (বিজেপি) ৬. মথুরা – মুকেশ আর্যবন্ধু (বিজেপি) ৭. অযোধ্যা – ঋষিকেশ উপাধ্যায় (বিজেপি) ৮. ফিরোজাবাদ – নূতন রাঠোড় (বিজেপি) ৯. আগ্রা – নাভিন জৈন (বিজেপি) ১০. গাজিয়াবাদ – আশা ভার্মা (বিজেপি) ১১. কানপুর – প্রমীলা পাণ্ডে (বিজেপি) ১২. ঝাঁসি – রামতীর্থ সিঙ্ঘল (বিজেপি) ১৩. লখনৌ – সংযুক্তা ভাটিয়া (বিজেপি) ১৪. মীরাট – সুনীতা ভার্মা (বসপা) ১৫. বরেলি – উমেশ গৌতম (বিজেপি) ১৬. এলাহাবাদ – অভিলাষা গুপ্তা (বিজেপি) আপনার মতামত জানান -