এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরপ্রদেশে নিজেদের গড় অক্ষুন্ন রাখতে বিশেষ পরিকল্পনা বিজেপির

উত্তরপ্রদেশে নিজেদের গড় অক্ষুন্ন রাখতে বিশেষ পরিকল্পনা বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছর দেশের একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। যেগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উত্তর প্রদেশ। একটা সময়ে রাজনীতিতে একটা চালু প্রবাদ ছিল, উত্তর প্রদেশ যার দখলে থাকবে, দিল্লিও তার দখলে আসবে। যদিও কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেছে। কিন্তু উত্তর প্রদেশের মত বৃহত্তম রাজ্য নিজেদের দখলে রেখে আগামী লোকসভা নির্বাচনে এগিয়ে থাকার প্রচেষ্টা রয়েছে বিজেপির। আবার বিরোধী দলগুলোও উত্তর প্রদেশ দখলে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে।

উত্তর প্রদেশ বিজেপির শক্তিশালী গড় বলে পরিচিত হলেও বেশ কিছু ইস্যু নিয়ে বিতর্কও শুরু হয়েছে যোগী সরকারের। যার মধ্যে রয়েছে করোনা সংক্রমণ মোকাবিলা, দলিতদের উপর অত্যাচার, গঙ্গায় মৃতদেহ বিসর্জন দেবার মত বিষয়গুলি। এই পরিস্থিতিতে আমজনতাকে কি করে দলের কাছে টানতে হবে? এ বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে বিজেপি নেতৃত্ব। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা উত্তরপ্রদেশের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে তিনি জানিয়েছেন যে, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প ও তার সাফল্যের কথা মানুষকে জানাতে হবে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে, বুথ কেন্দ্রিক প্রচারের উপরে জোর দিতে হবে। রাজ্যের সমস্ত বুথে, ছোট ছোট জায়গায়, অল্প লোক নিয়ে জনসভা ও বৈঠক করতে হবে। বড় মাপের বৈঠক করলেই শুধু হবে না। মানুষকে কাছে টানতে ছোট ছোট বৈঠক করার নির্দেশ দিয়েছেন তিনি। সমস্ত ঘরে পৌঁছাতে হবে বিজেপিকে। সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে সমস্ত মানুষের কাছে। এর জন্য একেবারে বুথ লেভেলে নেমে পড়তে হবে দলের কর্মীদের।

অনেকে মনে করছেন, বুধ ভিত্তিক প্রচার করে সাধারণ মানুষ বিশেষ করে দলিত ও পিছিয়ে পড়া মানুষদের কাছে টানার চেষ্টা করছে বিজেপি। সময় পর্যাপ্ত না থাকার কারণেই এ কাজ দ্রুত আরম্ভ করার নির্দেশ দেয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। জানানো হয়েছে, যে সমস্ত মন্ত্রী, বিধায়কদের নামে অভিযোগ রয়েছে, যারা যথার্থভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন নি, আগামী বিধানসভা নির্বাচনে তাঁদের লড়াই করার সুযোগ দেয়া হবে না। আবার, দলিত শ্রেণীর মানুষের মন জয় করতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বেশকিছু অনগ্রসর শ্রেণির প্রতিনিধিকেও স্থান দেয়া হয়েছে।

আবার, উত্তর প্রদেশ দখলে তৎপর হয়ে উঠেছে একাধিক বিরোধী শিবির। যাদের মধ্যে রয়েছে কংগ্রেস, সমাজবাদী পাটি, বহুজন সমাজ পার্টির মত দলগুলি। তবে, সম্প্রতি ব্লক পঞ্চায়েত চেয়ারম্যান নির্বাচনে বিজেপির তাৎপর্যপূর্ণ জয়, তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছেন যে, কিছু বিতর্ক থাকলেও যোগী আদিত্যনাথ এর মত নির্ভরযোগ্য মুখ বিরোধীদের কাছে নেই বললেই চলে। যার অবশ্যই একটা অ্যাডভান্টেজ পেতে পারে বিজেপি। সমস্ত কিছু চিন্তা করেই উত্তরপ্রদেশ দখলে একের পর এক পরিকল্পনা রয়েছে বিজেপির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!