এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির নেতার মন্তব্যে সায় দিলীপ ঘোষের ! বিস্ফোরক কেন্দ্রীয় বিজেপি নেতা !

বিজেপির নেতার মন্তব্যে সায় দিলীপ ঘোষের ! বিস্ফোরক কেন্দ্রীয় বিজেপি নেতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় একের পর এক বিজেপির হারকে কেন্দ্র করে মতানৈক্য দেখা দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের । সম্প্রতি আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে বিপুল ভোটে টিএমসির কাছে হার স্বীকার করতে হয়েছে পদ্ম শিবিরকে যাকে কেন্দ্র করে সৌমিত্র খাঁ এর মত হেভিওয়েট সাংসদ থেকে শুরু করে অনেকেই আওয়াজ তুলেছেন হারের প্রসঙ্গে । যেখানে সাংসদ সৌমিত্র খাঁ  জানিয়েছিলেন “অপরিণত নেতৃত্তের জন্যই এই ফলাফল” ।

প্রসঙ্গত উল্লেখ্য যে এই দুই উপনির্বাচন ফল প্রকাশের পর এই বিজেপি রাজ্য নেতৃত্ব যে অন্তর্দ্বন্দ্ব এক প্রকার স্পষ্ট যেখানে রাজ্যের হেভিওয়েট সাংসদ সহ দলের বহু নেতাইকে রাজ্য বিজেপি নেতৃত্বকেই পরিচালনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে দেখে গেছে ।  আবার এদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা অভিযোগ করেছেন যে বিজেপি নেতৃত্বের পরিচালনা সমস্যা নিয়ে ।

এদিন রবিবার ফেসবুকে লাইভ করে অনুপম হাজরা জানান যে বাংলায় বিজেপির যে সমস্ত পুরনো নেতাকর্মীরা রয়েছেন তাদের কাজ করতে বিশেষ অসুবিধা হচ্ছে বেলে অভিযোগ করেন । সেই সঙ্গে গত রবিবার বিজেপি রাজ্য কমিটির সম্পাদক পদ ছাড়ার প্রসঙ্গ তুলে ধরেন বিজেপির হেভিওয়েট নেতা অনুপম হাজরা  বলেন কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়টি নিয়ে ভেবে দেখা উচিত ।

তবে এদিনে অনুপম হাজরার মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন “অনুপম বিজেপির  কেন্দ্রীয় নেতা তিনি রাজ্য নেতাদের পরামর্শ দিতে পারেন তার কথা রাজ্য নেতাদের শোনা উচিত ।” এছাড়াও  নেতাদের  বিভিন্ন পদ ছাড়ার কথা জানিয়ে রাজ্যের নেত্রীকে চিঠি করেছিলেন যে সব নেতারা  সেই প্রসঙ্গে রাজ্যের দিকে আঙ্গুল তুলেন অনুপম হাজরা ।এদিন তিনি ফেসবুকে লেখেন ‘যারা এতদিন মাটি কামড়ে পড়ে ছিলেন তারা ইস্তফা দিচ্ছেন ।’

যদিও আবার পরে ফেসবুক লাইভে এসে  বলেন ‘অনেক মতামত দিলাম রাজ্য নেতৃত্বকে তারা গ্রহণ করলেন না বোধহয় কারো আঁতে ঘাঁ লেগেছে তাই এবার যা বলার কেন্দ্র নেতৃত্বেকে বলবো ।”  আর এর পরেই অনুপমের এই মন্তব্য কে সমর্থন করে দিলীপ ঘোষ জানান “ঠিকই বলেছেন উনি কেন্দ্রীয় নেতা ওঁর এখানকার লোকেদের পরামর্শ দেওয়াই উচিত আর রাজ্য নেতারা সেই কাজ করবেন । বাকি কথা কেন্দ্রীয় নেতৃত্বকে বলুন , ওঁর যোগাযোগ আছে উনি তো দিল্লিতে যান এখানকার খবর ওঁর দেখা উচিত ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!