এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচন এখন অতীত, আগামী নির্বাচনে গেরুয়া ঝড় তুলতে এবার বড়সড়ো পরিকল্পনা বিজেপির

উপনির্বাচন এখন অতীত, আগামী নির্বাচনে গেরুয়া ঝড় তুলতে এবার বড়সড়ো পরিকল্পনা বিজেপির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বাংলা সহ বেশকিছু রাজ্যের উপনির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। বাংলাতে একেবারেই মুখ পুড়তে হয়েছে বিজেপিকে। এদিকে কয়েক মাস পরই রয়েছে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, মনিপুর, গোয়া। এই রাজ্যগুলোতে নির্বাচনের ঝড় তুলতে আজই বিশেষ বৈঠকে বসতে চলেছে বিজেপি। এই বৈঠকে অংশগ্রহণ করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের ব্লুপ্রিন্ট এই বৈঠকেই নির্ধারণ করা হবে বলে, জানা যাচ্ছে গেরুয়া সূত্রে।

আজ দিল্লিতে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, প্রধানমন্ত্রী অংশ নেবেন ভার্চুয়াল ভাবে। আবার, একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ বিজেপি নেতারাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বাংলার বেশ কিছু বিজেপি নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাংলার উপনির্বাচনে বিজেপির কেন এমন খারাপ ফলাফল হল? এই বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলবে বলে, জানা গেছে। উপনির্বাচনে কি কি কারণে দলের পরাজয় ঘটেছে? তার ওপরে চুলচেরা বিশ্লেষণ করেই আগামী নির্বাচনের নির্বাচনে বড়রকম ঝড় তোলার পরিকল্পনা করতে চলেছে বিজেপি।

আবার যে পাঁচটি রাজ্যের মধ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। তার মধ্যে একমাত্র পাঞ্জাব বাদ দিলে অন্যান্য সমস্ত রাজ্যে বিজেপি সরকার আছে। এদিকে পাঞ্জাবে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে কংগ্রেস শিবির। এই পরিস্থিতিতে ৫ টি রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে যথেষ্ট রকম ভাবনা চিন্তা করছে বিজেপি।

কারণ, আগামী লোকসভা নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে গেলে এই রাজ্যগুলি হাতে রাখা যে খুবই গুরুত্বপূর্ণ, তা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই সবকিছু নিয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই বৈঠক। এই বৈঠকে গেরুয়া শিবির কি সিদ্ধান্ত নেয়? কি ধরনের রণকৌশল নির্ধারণ করে? সেদিকে দৃষ্টি রয়েছে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!