এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উপনির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্যের পর মুকুল রায়কে নিয়ে কী চিন্তা ভাবনা করছেন মুখ্যমন্ত্রী?

উপনির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্যের পর মুকুল রায়কে নিয়ে কী চিন্তা ভাবনা করছেন মুখ্যমন্ত্রী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায়ের ওপর মুখ্যমন্ত্রী বরাবরই যথেষ্ঠ আস্থাশীল। দীর্ঘ সময় ধরে বিজেপিতে থাকার পরেও তাঁকে সাদরে বরণ করেছেন তৃণমূলে। তবে, সম্প্রতি উপ নির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন মুকুল রায়। যে মন্তব্যের কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ঝাড়গ্রাম সফর বাতিল হয়ে যায়। উপনির্বাচনে বিজেপির জয়ধ্বনি করার পর মুখ্যমন্ত্রী আর কতটা ভরসা রাখতে পারছেন মুকুল রায়ের উপর? এমন প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে। তবে দেখা যাচ্ছে যে, মূখ্যমন্ত্রী এই ঘটনার পরেও তাঁর পাশেই দাঁড়িয়েছেন। তিনি মনে করছেন, মানসিক বিকার থেকেই এই ধরনের কথা বলে ফেলেছেন
তিনি।

মুকুল রায়ের বেফাঁস মন্তব্যের পর মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেবেন? সে বিষয়ে যখন একের পর এক জল্পনা চলছিল, তখন মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিলেন যে, মুকুল রায়কে তাঁর দরকার। মুকুল রায় হলেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী। তৃণমূলে ফিরে এসেছেন তিনি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাঁর সহায় হতে চান তিনি। তিনি মনে করছেন যে, শারীরিক ও মানসিক বিপর্যস্ততার কারণেই অসংলগ্ন কথা বলেছেন মুকুল রায়। মুখ্যমন্ত্রী জানালেন, ভালোভাবে তাঁর চিকিৎসা করাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি ছেড়ে মুকুল রায় যখন তৃণমূলে ফিরে এসেছিলেন, সেসময়ই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সে সময় তিনি বলেছিলেন যে, তাঁর স্বাস্থ্য অত্যন্ত খারাপ হয়ে গেছে। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন তিনি দিল্লি সফরে গিয়েছিলেন, সে সময় তাঁকে দিল্লির এইমসে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছিলেন। তবে চিকিৎসা করাননি তিনি। এরপর অসুস্থতা নিয়ে তিনি বক্তব্য রেখেছেন বলে, মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উপনির্বাচনে মুকুল রায়ের বেফাঁস মন্তব্যের পর দলের একাংশ থেকেও তাঁর অসুস্থতার কারণকি দায়ী করা হয়েছিল। দলের একাংশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, একাধিক কারণে বিপর্যস্ত রয়েছেন মুকুল রায়। নির্বাচনে ছেলের পরাজয়, স্ত্রীর মৃত্যু, ব্যাপক রাজনৈতিক চাপ সমস্ত কিছু নিয়েই বিপর্যস্ত রয়েছেন মুকুল রায়। এ কারণে তৃণমূলের জয়ধ্বনি করতে গিয়ে করে ফেলেছিলেন বিজেপির জয়ধ্বনি।

মুকুলের বেফাঁস মন্তব্যের পর শুভাংশু রায় জানিয়েছিলেন যে, তাঁকে কেউ ভুল বুঝবেন না। তাঁর মায়ের চলে যাওয়াটা তাঁর বাবা মেনে নিতে পারেননি। তাই মাঝে মাঝেই স্মৃতিভ্রংশ হয়ে যাচ্ছে, পরে তা মনে এলেও কথাবার্তায় ফুটে উঠছে অসংলগ্নতা। তাই তাঁর কথাবার্তাকে সেভাবে তুলে না ধরার পরামর্শ দিয়েছিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!