এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উপনির্বাচন নিয়ে আশার আলো দেখা গেলেও, পুরনির্বাচন নিয়ে এখনো নিশ্চুপ কমিশন

উপনির্বাচন নিয়ে আশার আলো দেখা গেলেও, পুরনির্বাচন নিয়ে এখনো নিশ্চুপ কমিশন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে দ্রুত উপ নির্বাচনের আর্জি জানিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দরবার করেছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। এরপরেই উপ নির্বাচন নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে নির্বাচন কমিশনের রাজ্য দপ্তরের পক্ষ থেকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব নির্দেশ দিয়েছেন যে, যে সমস্ত বিধানসভা কেন্দ্রে কোনো নির্বাচন হয়নি, সে সমস্ত কেন্দ্রে ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করতে। আগামী ৬ ই আগস্টের মধ্যে ভোটের প্রস্তুতির প্রাথমিক কাজ সম্পন্ন করে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মান্য করে এ কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পুর ভোট নিয়ে এখনো পর্যন্ত কোন নির্দেশ আসেনি, সে কারণে ক্ষোভ বাড়ছে বিরোধীদের। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, রাজ্যের পুরসভার নির্বাচন দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। একারণে উপ নির্বাচনের আগে রাজ্যে পুর নির্বাচন করানো প্রয়োজন। পুর নির্বাচন করতে ইতিপূর্বে বিরোধীদের পক্ষ থেকে বেশ কয়েকবার দাবি জানানো হয়েছে। রাজ্যের একাধিক মেয়াদোত্তীর্ণ পুরসভাতে নির্বাচন না করে পুর বোর্ড করার ফলে পুর পরিসেবা ব্যাহত হচ্ছে বলে, অভিযোগ করা হয়েছে বারবার। তবে, রাজ্যের পক্ষ থেকে করোনা সংক্রমনের কারণ দেখিয়ে পুরোভোট নেওয়ার ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি।

পুর ভোট কবে হবে? এ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল রাজ্যের পরিবহনমন্ত্রী হিরহাদ হাকিমকে। এর উত্তরে তিনি জানিয়েছেন, তিনি এখন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী নন, তাই এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। তিনি জানিয়েছেন, সমস্ত রকম ভোটের জন্য প্রস্তুত রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। প্ৰসঙ্গত, কলকাতা সহ রাজ্যের বহু মেয়াদোত্তীর্ণ পুরসভা ও কর্পোরেশন গুলিতে বিদায়ী মেয়র বা চেয়ারম্যানকে প্রশাসক রূপে নিযুক্ত করে তাঁর অধীনে পুর বোর্ড গঠন করা হয়েছে। যার দ্বারা দেয়া হচ্ছে পুর পরিষেবা। কিন্তু বিরোধী পক্ষ থেকে বারবার পুরভোট করাবার আর্জি জানানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!