এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উপনির্বাচন সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা দিলীপ ঘোষের, একের পর এক কটাক্ষে বিদ্ধ শাসকদল

উপনির্বাচন সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা দিলীপ ঘোষের, একের পর এক কটাক্ষে বিদ্ধ শাসকদল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ উপনির্বাচন সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে প্রবল কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি ভবানীপুরে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ভবানীপুর থেকে প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, তিনি বুঝতে পারছেন না যে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিভাবে উপ নির্বাচনের ঘোষণা করেছে? যেখানে নির্বাচনের মতো পরিস্থিতি নেই রাজ্যে। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে লড়াই করবেন, তা না হলে নাকি সাংবিধানিক অচলাবস্থা তৈরি হবে? নির্বাচন কমিশন কি করে জানল যে, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ই লড়াই করবেন? আর লড়াই করলেও তিনি যে জিতবেনই, তার কি কোন নিশ্চয়তা আছে?

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরেও তিনি পরাজিত হতে পারেন। বাংলার মানুষ আর বাংলার মেয়েকে চাইছে না। আর হেরে গিয়েও তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কে বলেছিলেন তাঁকে মুখ্যমন্ত্রী হতে? এরপর, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, করোনা সংক্রান্ত বিধি নিষেধ অনুযায়ী রাজ্যে ৫০ জনের বেশি লোককে একত্রিত হওয়ার অনুমতি দেয়া হয় না। কিন্তু উপনির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের মিটিং মিছিলে হাজার হাজার লোকের জমায়েত দেখা দেবে। কারো ক্ষমতা নেই এই মিটিং মিছিলকে আটকে দেওয়ার। কিন্তু বিজেপি যদি মিটিং মিছিল করে তবে, তাঁকে, শুভেন্দু অধিকারীকে ও তাঁর দলের সমর্থকদেরকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, আজ দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, ফাঁসি হবে? নাকি জেল হবে? সেটা তাঁরা ঠিক করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অভিযোগ এসেছে। তাঁর চেলা, চামুন্ডারা ধরা পড়েছেন। তাঁর যদি দোষ না থাকে, তবে তিনি কথা বলুন, কাগজ জমা করুন। হাজার হাজার লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এর প্রতিশোধ হিসেবেই সিআইডি শুভেন্দু অধিকারীকে তলব করেছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন করেছেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত বিনয় মিশ্র আজ কোথায় আছেন? তিনি এই দেশের নাগরিকই নন, কিন্তু ভাইস প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। তিনি অন্য দেশে চলে গেছেন। তিনি যে হাজার হাজার, কোটি টাকা কামিয়েছেন, লোককে দিয়েছেন, সেই সমস্ত তথ্য সামনে চলে এসেছে। এ কারণেই তদন্ত চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে নির্দোষ প্রমাণ করুন। অন্যদিকে, আজ ইডির দপ্তরে যাবার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, যে কোনো রকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছেন তিনি। দেশের মানুষ এর জবাব দেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!