এখন পড়ছেন
হোম > Uncategorized > উপনির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পরই তৃণমূলের বিরুদ্ধে একেবারে বোমা ফাটালেন দিলীপ

উপনির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পরই তৃণমূলের বিরুদ্ধে একেবারে বোমা ফাটালেন দিলীপ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- উপ নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয় ঘটেছে। চারটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে একেবারে জামানত বাজেয়াপ্ত হলো বিজেপির। এমনকি বিধানসভা নির্বাচনে জিতে আসা দুটি কেন্দ্র শান্তিপুর দিনহাটাও হাতছাড়া হয়ে গেল বিজেপির। দলের এই শোচনীয় পরাজয়ের পরই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন যে, তৃণমূল যদি একশো শতাংশ ভোটও পায়, তাহলেও তিনি অবাক হবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা অধুনা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, উপ নির্বাচনের আগে বিজেপির পক্ষেই হাওয়া ছিল। দিনহাটা, গোসাবাতে ব্যাপক সন্ত্রাস চলছে, ভোট লুঠ হয়েছে খড়দহে। এরকম পরিস্থিতিতে তাঁরা ভোট চাননি। এরপর তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানালেন যে, তৃণমূল যদি ১০০% ভোটও পায়, তাহলেও তিনি অবাক হবেন না। সব ভোট লুট করে নেয়ার মত ক্ষমতা তৃণমূলের আছে।

অন্যদিকে, বিজেপির এই পরাজয় প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন যে, বিধানসভা ভোটের পর থেকেই বিরোধীরা আক্রান্ত। বহুস্থানে বিজেপি কর্মীরা ঘরছাড়া হয়ে রয়েছেন। দিনহাটাতে কিভাবে তাঁরা লড়াই করেছেন, তা সকলেই দেখেছেন। নির্বাচনে অংশগ্রহণ করতেও তাদের বাধা দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, এই ব্যবধান কি মানুষের মনের প্রতিফলন? কি পরিস্থিতে ভোট হয়েছে? তা সকলেই দেখেছেন। তিনি জানালেন, আগামীদিনে পশ্চিমবঙ্গে গণতন্ত্রপ্রিয় রাজনীতি সচেতন মানুষেরা প্রতিরোধ গড়ে তুলবেন, এই আশা রাখছেন তিনি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!