এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচনে গেরুয়া ঝড় তুলতে বড়োসড়ো পদক্ষেপ বিজেপির, টানটান উত্তেজনা রাজনৈতিক মহলে

উপনির্বাচনে গেরুয়া ঝড় তুলতে বড়োসড়ো পদক্ষেপ বিজেপির, টানটান উত্তেজনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভবানীপুর সহ তিনটি কেন্দ্রের উপনির্বাচন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আগামী তিরিশে অক্টোবর রাজ্যের আরো চারটি কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। এই কেন্দ্রগুলো হলো শান্তিপুর, খড়দহ, গোসাবা ও দিনহাটা। চারটি কেন্দ্রের প্রার্থী তালিকা ইতিমধ্যেই স্থির করেছে বিজেপি। আজ তাঁরা মনোনয়ন জমা দিতে চলেছেন এবার। এই চারটি কেন্দ্রে গেরুয়া ঝড় তুলতে এবার বড়সড় পদক্ষেপ নিল বিজেপি।

জানা যাচ্ছে, এই চারটি কেন্দ্রেই প্রচারে আসতে চলেছে কুড়িজন তাবড় তাবড় নেতা-নেত্রী। যাদের একদম প্রথমে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও এই চারটি কেন্দ্রে প্রচারে নামবেন বিজেপির চারজন কেন্দ্রীয় মন্ত্রী। যারা হলেন সুভাষ সরকার, নিশীথ প্রামানিক, শান্তনু ঠাকুর ও জন বার্লা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লিখিত ব্যক্তিরা ছাড়াও এই ৪টি কেন্দ্রে প্রচারে আসতে চলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গিরীরাজ সিং, প্রতিমা ভৌমিক, দেবশ্রী চৌধুরী, রুপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায় , মাজুফা খাতুন প্রমুখরা। শান্তিপুর থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে নিরঞ্জন বিশ্বাসকে, খড়দহ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন জয় সাহা, গোসাবায় বিজেপির প্রার্থী হয়েছেন পলাশ রানা, দিনহাটায় বিজেপির প্রার্থী হয়েছেন অশোক মন্ডল।

জানা গেছে, অনেক চিন্তাভাবনা করেই এই চার কেন্দ্রের প্রার্থী বাছাই করেছে বিজেপি। এবার এই ৪ কেন্দ্রে প্রচার করবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। বিধানসভা নির্বাচনে দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি তবে খড়দহ, গোসাবায় বিজেপি অনেকটা পিছিয়ে পড়েছিল। সমস্ত কিছু চিন্তা-ভাবনা করে এবার চারটি কেন্দ্রে ঝড় তুলতে এই পদক্ষেপ নিল বিজেপি।

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছেন যে, বিজেপির এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিধানসভা নির্বাচনে বিজেপির আশানুরূপ ফলাফল আসেনি, এরপর ভবানীপুরের উপনির্বাচনেও বড়োসড়ো পরাজয় এসেছে বিজেপির। তাই এবার বাকি কেন্দ্রের ভোট নিয়ে বিশেষ পদক্ষেপ নিল বিজেপি। বিজেপির পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে যে, লড়াইয়ের ময়দানে থেকে সরে আসছে না গেরুয়া শিবির, দলের এই বক্তব্য এই পদক্ষেপই স্পষ্ট করে দিয়েছে, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!