এখন পড়ছেন
হোম > Uncategorized > উপনির্বাচনে কেন বেসামাল গেরুয়া শিবির? বড়োসড়ো কারণটি ফাঁস করলেন রাজ্য বিজেপি নেতা

উপনির্বাচনে কেন বেসামাল গেরুয়া শিবির? বড়োসড়ো কারণটি ফাঁস করলেন রাজ্য বিজেপি নেতা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- উপনির্বাচনে দুটি পর্বেই একেবারে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। প্রথম পর্বে তিনটি কেন্দ্রেই পরাজয় এসেছে। এবার পরাজয় এলো আরো চারটি কেন্দ্রে। এমনকি বিধানসভা নির্বাচনে জিতে আসা দুটি কেন্দ্রেও বিজেপি পরাস্ত হলো। ৪ টি কেন্দ্র মিলিয়ে তৃণমূলের ভোট যেখানে ৭৬ শতাংশ, সেখানে বিজেপির ঝুলিতে মাত্র ১৪ শতাংশ ভোট। দলের এই অভাবনীয় পরাজয়ের পর নানা রকম কাটাছেঁড়া শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের এই অভাবনীয় পরাজয়ের কারণ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানালেন যে, স্লগ ওভারে খেলতে ব্যর্থ হয়ে যাচ্ছে বিজেপি। দলের কর্মীদের আরো বেশি প্রশিক্ষণের প্রয়োজন আছে। নির্বাচন করানোটা একেবারেই সিরিয়াসলি নিচ্ছেন না দলের কর্মীরা। আর তার ফলেই দলের এরকম ব্যর্থতা আসছে। এই বিষয়টি সঠিকভাবে দেখা দরকার বলে, জানালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। অর্থাৎ সংগঠনগত একটি বড়রকমের গলদ সামনে এনেছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, উপনির্বাচনে বিজেপির এই অভাবনীয় হার আগামী দিনে একটা নেতিবাচক প্রভাব ফেলবে গেরুয়া শিবিরের কাছে। এর ফলে দলের ভাঙ্গন যেমন বাড়তে পারে, তেমনি রাজ্য রাজনীতিতে তো বটেই, জাতীয় রাজনীতিতেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়তে পারে বিজেপি। বিশেষত বিজেপির বিরুদ্ধে বড়োসড়ো অস্ত্র পেয়ে গেল তৃণমূল। আগামী দিনে একাধিক রাজ্যে ছড়িয়ে পড়তে আরো বেশি উজ্জীবিত হবে তৃণমূল। যাতে করে বিজেপির বিপদ আরো বাড়বে বলেই, অভিজ্ঞ মহলের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!