এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > উপনির্বাচনে প্রার্থী হওয়া কি নিশ্চিত শুভেন্দু অধিকারীর? শুনে নিন দিলীপ ঘোষের বক্তব্য

উপনির্বাচনে প্রার্থী হওয়া কি নিশ্চিত শুভেন্দু অধিকারীর? শুনে নিন দিলীপ ঘোষের বক্তব্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় ২ হাজার ভোটে পরাস্ত করেছেন শুভেন্দু অধিকারী। এরপর তাঁকে বিরোধী দলনেতার দায়িত্ব দেয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে পরাস্ত করে জায়েন্ট কিলারের অভিধা পেয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, দল যদি তাঁকে নির্দেশ দেয়, তবে ভবানীপুর থেকে প্রার্থী হতে রাজি আছেন তিনি। এরপর শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা বাড়তে শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, শুভেন্দু অধিকারী একবার নির্বাচনে দাঁড়িয়েছেন, জয়লাভ করেছেন। আর কতবার তিনি লড়বেন? এবার অন্য কেউ হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। একজন মানুষ কেন বারবার হারাতে যাবেন? দিলীপ ঘোষের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে, শুভেন্দু অধিকারী উপ নির্বাচনে লড়াই করছেন না। তবে এটাও ঠিক যে, ভবানীপুরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বড়োসড়ো লড়াই দেবার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হিসেবে সর্বপ্রথম উঠে এসেছে দীনেশ ত্রিবেদীর নাম। এরপরই রয়েছে বেনারস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট প্রবাসী বাঙালি অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নাম। আবার মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড় করানো হতে পারে। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁরও লড়াই করার সম্ভাবনা রয়েছে। তবে, এদের মধ্যে সর্বাধিক সম্ভাব্য ব্যক্তি বলে মনে করা হচ্ছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!