এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উপ নির্বাচনের আগেই খড়দহে বড়োসড়ো জয় তৃণমূলের, খুশির উচ্ছ্বাস ঘাসফুল শিবিরে

উপ নির্বাচনের আগেই খড়দহে বড়োসড়ো জয় তৃণমূলের, খুশির উচ্ছ্বাস ঘাসফুল শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ৩০ সে অক্টোবর খড়দহে রয়েছে উপনির্বাচন। খড়দহ থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু উপনির্বাচনের আগেই খড়দহে বড় জয় পেল তৃণমূল। বিজেপি থেকে এক ধাক্কায় ৪৫০ জন কর্মী, সমর্থক এলেন তৃণমূলে। তৃণমূল সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে এই যোগদান পর্ব। ফলে খড়দহে এক ধাক্কায় অনেকটা শক্তি বাড়িয়ে নিল তৃণমূল।

প্রসঙ্গত, গত ভোটে খড়দহের মতুয়া অধ্যুষিত বিলকান্দা ২ পঞ্চায়েত এলাকায় বিজেপি এগিয়েছিল তৃণমূলের কাছ থেকে। এবার এই এলাকাতেই ব্যাপক দলবদলের ফলে বিজেপির অনেকটা শক্তিক্ষয় ঘটল। ৪৫০ জন বিজেপি কর্মী, সমর্থক এবার যোগদান করলেন তৃণমূলে। নবাগতদের হাতে দলের পতাকা তুলে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে সৌগত রায় জানালেন যে, বিলকান্দা দু’নম্বর পঞ্চায়েতে লোকসভা ও বিধানসভা ভোটে কিছুটা পিছিয়েছিল তৃণমূল। কিন্তু এবার ৪৫০ জন যোগদান করলেন তৃণমূলে। প্রতিটি পরিবার থেকে ১০ জন করেও যদি যোগদান করেন তৃণমূলে, তাহলে খুব তাড়াতাড়ি তৃণমূলের পক্ষে ঘাটতি পূরণ করা সম্ভব হবে।

এভাবে খড়দহে উপ নির্বাচনের আগেই বড়সড় জয় পেল রাজ্যে শাসক দল তৃণমূল। যার ফলে যথেষ্ট উজ্জীবিত ঘাসফুল শিবির। অন্যদিকে এই ধাক্কায় যথেষ্ট বেসামাল প্রধান বিরোধী দল বিজেপি। যা থেকে বিজেপির মতুয়া ভোটব্যাংকে একটা বড়সড় ধাক্কা নেমে আসতে পারে বলে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!