এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিশেষ সতর্ক বিজেপি, নিতে চলেছে বড়োসড়ো পদক্ষেপ

উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিশেষ সতর্ক বিজেপি, নিতে চলেছে বড়োসড়ো পদক্ষেপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি বিজেপির। যা কিছু কারণের জন্য বিজেপিকে এই পরাজয়ের মুখ দেখতে হয়েছিল। তার মধ্যে অন্যতম কারণ হিসেবে বলা হয়ে থাকে প্রার্থী বাছাইয়ের ত্রুটিকে। সঠিক প্রার্থী বাছাই না করার কারণে অধিকাংশ স্থানে পরাজয়ের মুখ দেখতে হয়েছে বিজেপিকে। নির্বাচনের ফল প্রকাশের পর নানা সমীক্ষায় এই তথ্য সামনে উঠে এসেছে। তাই এবার উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে অধিক সর্তকতা অবলম্বন করছে বিজেপি।

এদিকে রাজ্যে সম্প্রতি করোনার সংক্রমণ স্তিমিত হয়ে এসেছে। তাই পুজোর আগেই ঘোষণা হয়ে যেতে পারে উপ নির্বাচনের দিনক্ষণ। দ্রুত সাতটি কেন্দ্রের প্রার্থী বাছাই ও অন্যান্য বিষয় নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্ব পক্ষ থেকে জানানো হয়েছে যে, শান্তিপুর, দিনহাটা ছাড়া অন্যান্য আসনগুলিতে পূর্বের প্রার্থীদেরকেই আবার দাঁড় করানো হোক। তবে কেন্দ্রের নির্দেশে অসম্মতি প্রকাশ করেছে রাজ্য বিজেপির একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়ে বিশেষভাবে অসম্মতি প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে রাজ্য বিজেপির ওপর ভরসা না রেখে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব একতরফাভাবে কাজ করেছিল। আর যার ফল ভুগতে হয়েছে দলকে। পড়াজয়ের অন্যতম একটি বড় কারণ হিসেবে ধরা হয় সঠিক প্রার্থী বাছাইয়ের অক্ষমতাকে। তাই এবার এ বিষয়ে আর কোন ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য বিজেপি।

এ কারণে রাজ্য নেতৃত্তের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে যে, শান্তিপুর, দিনহাটা ছাড়া পাঁচটি আসনের মধ্যে কমপক্ষে তিনটি আসনে আগের প্রার্থীদের পরিবর্তন করা হোক। যোগ্যতম প্রার্থী দাঁড় করানো হোক উপনির্বাচনে। এমনটাই ইচ্ছা প্রকাশ করছেন বিজেপির রাজ্য নেতারা। বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড়োসড়ো জয়লাভের পর উপনির্বাচনে তৃণমূলকে পরাস্ত করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে। এই পরিস্থিতিতে যোগ্যপ্রার্থী দিয়ে তৃণমূলের বিরুদ্ধে জোর টক্কর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এ কারণেই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে চাইছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!