এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উপনির্বাচনে বিপর্যয়ের পরই শুভেন্দু অধিকারীকে আপত্তিকর ভাষায় ব্যাক্তি আক্রমন তৃণমূল নেতারা

উপনির্বাচনে বিপর্যয়ের পরই শুভেন্দু অধিকারীকে আপত্তিকর ভাষায় ব্যাক্তি আক্রমন তৃণমূল নেতারা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দূর্গাপূজার সময় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যে ব্যাপক নির্যাতন ঘটেছিল, মণ্ডপে মণ্ডপে যে ভাঙচুর চালানো হয়েছিল, তার বিরুদ্ধে পথে নেমে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে তিনি জানিয়েছিলেন যে, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, তাতে তিনগুণ ভোটে জয়লাভ করবে বিজেপি। তবে, শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এবার তাঁকে আপত্তিকর ভাষায় একেবারে ব্যক্তি আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে প্রতিবাদ মিছিল করেছেন শুভেন্দু অধিকারী। আবার শান্তিপুরের এক কর্মীসভা থেকে তিনি জানিয়েছেন যে, বাংলাদেশের এই ঘটনার জন্য তিনগুণ ভোটে জয়ী হবে বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। শান্তিপুর সহ চারটি কেন্দ্রেই বিজেপির পরাজয় ঘটেছে। যে শান্তিপুরে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল বিজেপি, সেখানেই এবার চূড়ান্ত পরাজয় গেরুয়া শিবিরের। সেরকম ভাবেই জিতে আসা দিনহাটা আসনটিও হারাতে হলো বিজেপিকে। তিনটি কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত বিজেপির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরই শুভেন্দু অধিকারীকে আপত্তিজনক ভাষায় ব্যক্তি আক্রমণ করে একটি টুইট করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। যে টুইটে তিনি জানিয়েছেন, বাংলাদেশে যা হয়েছে তাতে শান্তিপুরে অনেক বেশি ভোটে বিজেপি জিতবে বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, শকুন অধিকারী এখন কোথায়? শুভেন্দু অধিকারী কে তিনি ধর্ম বেচে ভোট করা, কুলাঙ্গার, বেইমান, ভীতু, মেরুদণ্ডহীন, ধান্দাবাজ, ষড়যন্ত্রী, নির্লজ্জ গিরগিটি, সুবিধাবাদী গদ্দার বলে কটাক্ষ করেছেন।

তিনি প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী এখন নীরব কেন? তিনি তার কৈফিয়ত দিন। এভাবেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিস্ফোরক টুইট করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তাঁর এই টুইটের পাল্টা হিসেবে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি বিজেপিকে বা বিরোধী দলনেতাকে। এ বিষয়ে তিনি কি বক্তব্য রাখেন? বা বিজেপির পক্ষ থেকেই কি বক্তব্য রাখা হয়? সে দিকেই তাকিয়ে রাজ্যের রাজনীতি মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!