এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উপ নির্বাচনের প্রচারে সরাসরি মাঠে নামলেন অভিষেক, বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপধ্বনি

উপ নির্বাচনের প্রচারে সরাসরি মাঠে নামলেন অভিষেক, বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপধ্বনি


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – তিনটি কেন্দ্রের উপনির্বাচন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আগামী ৩০ সে অক্টোবর উপনির্বাচন রয়েছে আরও সাতটি কেন্দ্রে। অর্থাৎ দীপাবলীর আগেই রয়েছে ভোট উৎসব। গতকাল উপনির্বাচনের প্রচারে বেরোলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার গোসাবাতে একটি জনসভায় যোগদান করলেন তিনি। এই জনসভা থেকে বিজেপিকে প্রবল কটাক্ষ ও হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গোসাবার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, নির্বাচন কমিশনের সমস্ত রকম নীতি মেনে এই জনসভার আয়োজন করা হয়েছে। করোনা সংক্রান্ত সমস্ত বিধি-নিষেধ মেনে আয়োজিত হয়েছে এই জনসভা। তৃণমূলের যে সকল জন-প্রতিনিধিরা মানুষের জন্য কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের কারণে হতে চলেছে এই উপনির্বাচন। তিনি অভিযোগ করলেন, বিভিন্ন ভাগে ভোট করিয়ে দিয়ে মানুষকে করোনার মধ্যে অসুবিধায় ফেলে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি জানালেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন দু লক্ষ কোটি টাকা সুন্দরবনকে দেয়া হবে, কিন্তু বাবুদের টিকিও খুজে পাওয়া যাচ্ছেনা। তবে বহিরাগতদের বাংলা ছাড়া করে দিয়েছেন বাংলার জনগণ। আসন্ন নির্বাচনে ৪-০ করার আর্জি জানালেন তিনি। তিনি জানালেন, ডায়মন্ডহারবার তাকে জিতিয়েছিল, এই জেলার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। চারটি আসনের উপ-নির্বাচনে গোসাবা যেন সর্বোচ্চ ব্যবধান রাখে, এমনই আর্জি জানালেন তিনি মানুষের কাছে।

গোসাবা বিধানসভা কেন্দ্রের সমস্ত অঞ্চল থেকে যেন তৃণমূল প্রার্থী জয়লাভ করেন, এমন আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে তিনি জানালেন, বিজেপির ১৫ লক্ষ টাকা কেউ পাননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার সকলেই পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপূজার প্রসারে অর্থ সাহায্য করেন, বিজেপি তখন আদালতে যায়। তিনি জানালেন, এটা বাংলা, এটা গুজরাট নয়, তাঁরা কিছুতেই আত্মসমর্পণ করবেন না।

এরপর জনগণের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, ফল ঘোষণা হওয়ার পর ছ মাস হয়ে গেছে, কোন বিজেপি নেতা কি পাশে এসে দাঁড়িয়েছেন? বিপদে-আপদে তৃণমূল কর্মীরাই মানুষের পাশে এসে দাঁড়াবেন। বিজেপির বহিরাগতরা কখনোই থাকবেন না। বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে লক্ষীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেই। এভাবে বিজেপিকে কটাক্ষ ও হুঁশিয়ারি ও অন্যদিকে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার আর্জি জানিয়ে গোসাবাতে উপ নির্বাচনের প্রচার একেবারে জমিয়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!