এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচনকে ভন্ডুল করে দিতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপি, বাড়ছে টানটান উত্তেজনা

উপনির্বাচনকে ভন্ডুল করে দিতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপি, বাড়ছে টানটান উত্তেজনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ সে সেপ্টেম্বর ভবানীপুরে হতে চলেছে উপনির্বাচন। ভবানীপুরের সঙ্গে সঙ্গেই সেদিন উপনির্বাচন হতে চলেছে সামশেরগঞ্জ, জঙ্গিপুরে। করোনা সংক্রমণ কালে উপ নির্বাচনের আয়োজনের প্রথম থেকেই বিরোধিতা করে আসছিল বিজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, যেখানে লোকাল ট্রেন চলছে না, স্কুল-কলেজ বন্ধ রয়েছে, সেখানে নির্বাচনের আয়োজন করলে করোনা সংক্রমণ ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। গতকাল উপনির্বাচনের ঘোষণার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, কমিশন প্রভাবিত হয়েছে।

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, দেশে ৩১ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বাকি রয়েছে। সেগুলো ছেড়ে দিয়ে কেবলমাত্র পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন করানো হচ্ছে। রাজ্যের একাধিক কেন্দ্রের উপনির্বাচন ছেড়ে দিয়ে শুধুমাত্র ভবানীপুরেই কেন উপনির্বাচন করানো হচ্ছে? এবার এই প্রশ্ন তুলে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে, গতকাল রাতেই এ বিষয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে নির্ধারণ করা হয়েছে যে, দু-একদিনের মধ্যেই ভবানীপুরের উপ নির্বাচন বাতিলের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে বিজেপি। এর জন্য কোনো বড়সড় আইনজীবীর সাহায্য নিতে পারে রাজ্য বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পরিকল্পনা,এই মামলা আদালতের নির্দেশে সাংবিধানিক বেঞ্চে নিয়ে যাওয়ার। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির এক নেতা জানালেন যে, যেকোন ভাবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা লড়াই করবেন। বিজেপি সূত্রে জানা গেছে, আইনজীবী ও বিজেপি সাংসদ মহেশ জেঠমালানিকে নিয়ে এই লড়াইয়ে নামতে পারে দল। বিজেপির অপর এক রাজ্য নেতা জানান, সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে মহেশ জেঠমালানিই তাঁদের হয়ে এই মামলা লড়বেন। তবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এদিকে, মহেশ জেঠমালানির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে বিজেপির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও যোগাযোগ করেছে রাজ্য বিজেপি।এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, দলের নির্বাচন সংক্রান্ত যে কমিটি আছে তারাই এ বিষয়টি দেখাশোনা করছেন। কিভাবে করা হবে, আর করা হবে না, সেটা আইন সংক্রান্ত বিষয়ের দায়িত্বে যারা আছেন, এ বিষয়ে তাঁরাই সিদ্ধান্ত নেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!