এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মুকুল বিজেপিতে পদ পেলেও পুত্র শুভ্রাংশু কেন বেসুরো? নয়া পদক্ষেপে তীব্র জল্পনা গেরুয়া শিবিরে

মুকুল বিজেপিতে পদ পেলেও পুত্র শুভ্রাংশু কেন বেসুরো? নয়া পদক্ষেপে তীব্র জল্পনা গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছিল বাংলার রাজনৈতিক মহলে। রাজনীতি থেকে তার স্বেচ্ছাবসর নেওয়ার কথা গুঞ্জন তৈরি করেছিল সর্বত্র। হঠাৎ করে কেন মুকুল রায়ের পুত্র তথা বীজপুরের বিধায়ক এই রকম মন্তব্য করলেন, তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছিল। কিন্তু এবার দলের কর্মসূচিতেও গরহাজির থাকতে দেখা গেল সেই শুভ্রাংশু রায়কে। যার ফলে শুভ্রাংশু রায়ের গতিবিধি নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, শুভ্রাংশু রায় যখন রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার কথা বলছেন, তখনই ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নেমে পড়েছিল ভারতীয় জনতা পার্টি। যেখানে বিজেপি নেতা মনীশ শুক্ল খুনের ঘটনায় শুক্রবার টিটাগর থানার সামনে থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল হবে বলে জানিয়ে দিয়েছিল বিজেপি। যে মিছিলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে মুকুল রায়, এমনকি শুভ্রাংশু রায়ের মত নেতাদের। কিন্তু আশ্চর্যজনক ভাবে শুক্রবারে সেই মিছিলে অনুপস্থিত থাকতে দেখা গেল মুকুল রায়ের পুত্রকে। তাহলে কি দলের কর্মসূচিতে অনুপস্থিত থেকে পরোক্ষে দলকে কোনো বার্তা দিতে চাইলেন মুকুল রায়ের পুত্র? এখন তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার ফেসবুক পোস্ট করে শুভ্রাংশু রায় জানিয়েছিলেন, রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়া উচিত কিনা! যার পড়ে অনেকে মনে করেছিলেন, এই শুভ্রাংশু রায় বিজেপিতে এসে কোনো গুরুত্বপূর্ণ পদ পাননি। তাই তিনি ক্ষোভে ফেটে এই ধরনের কথা বলেছেন। সাম্প্রতিককালে তার বাবা মুকুল রায় বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি হয়েছেন। কিন্তু তিনি কোনো জায়গা না পাওয়ায় এবার মুখ খুলতে শুরু করেছেন বলে মনে করেছিল একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছিল যে, এবার শুভ্রাংশু রায় বিজেপি সঙ্গ ত্যাগ করতে পারেন। তবে বিধানসভা নির্বাচনের আগে এরকম ঘটনা ঘটলে যে চরম অস্বস্তিতে মুখে পড়তে হতে পারে ভারতীয় জনতা পার্টিকে, তা বুঝতে পেরেছিল বিজেপি নেতৃত্ব। আর তাই মনীশ শুক্ল খুনের ঘটনার প্রতিবাদে শুভ্রাংশু রায়ের নাম মিছিলের প্রথম সারিতে নেতৃত্ব দেওয়ার জন্য রাখা হয়েছিল। কিন্তু সেখানেও উপস্থিত থাকতে দেখা গেল তাকে।

বিশেষজ্ঞদের মতে, রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা বলার পর শুভ্রাংশুবাবু যেভাবে দলের কর্মসূচিতে অনুপস্থিত থাকলেন, তাতে একটা জিনিস পরিষ্কার যে, বিজেপির সাথে কিছুটা হলেও তার দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু কী কারণে সেই দূরত্ব, তা এখনও স্পষ্ট নয়। তবে এই দূরত্ব যদি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তাহলে বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তিতে পড়বে ভারতীয় জনতা পার্টি। ফলে শুভ্রাংশু রায়ের মান ভাঙানোর জন্য এবার বিজেপির পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয় এবং তাতে শুভ্রাংশু রায়ের মন গলে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!