এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচনের ফলাফলে কি অশনি সংকেত দেখছে বিজেপি? দেশ জুড়ে চলছে পর্যালোচনা

উপনির্বাচনের ফলাফলে কি অশনি সংকেত দেখছে বিজেপি? দেশ জুড়ে চলছে পর্যালোচনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা দেশজুড়ে একাধিক উপনির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে গতকাল। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের বিভিন্ন জায়গায় বড়সড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। উল্লেখযোগ্যভাবে হরিয়ানাতে বিজেপির বড় ধাক্কা লেগেছে। কৃষি আইনের বিরোধিতায় শীর্ষে রয়েছে হরিয়ানা। আর সেই হরিয়ানাতে এবার আইএনএলডি র কাছে পরাজিত হতে হয়েছে বিজেপিকে। হরিয়ানার এলেনাবাদ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের পক্ষ থেকে অভয় সিং চৌতালা।

প্রসঙ্গত, এই বিজেপি নেতা কিছুদিন আগেই কৃষি আইনের প্রতিবাদে এই কেন্দ্রের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন এবং বিজেপি ছেড়ে দেন। এরপর তিনি যোগ দেন কংগ্রেসে। তবে মূল লড়াই ছিল অভয় সিং চৌতলা এবং শিরসা কেন্দ্রের বিধায়ক গোপাল কোন্ডার মধ্যে। কারণ হরিয়ানার লোকহিত পার্টির প্রধান বিধায়ক হলেন এই গোপাল কোন্ডা। আর তাঁর ভাই হলেন গোবিন্দ কোন্ডা, যিনি গতমাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারই পুরস্কারস্বরূপ তিনি ভোটের লড়াইয়ে টিকিট পেয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু হিমাচল প্রদেশের উপনির্বাচনে শেষ পর্যন্ত বিজেপিকে হার স্বীকার করতে হয়েছে। তার কারণ চারটি কেন্দ্রে বিজেপি পরাজিত হয়েছে। বিশেষ করে হিমাচলের মুখ্যমন্ত্রীর নিজের শহর মান্ডিতেই বিজেপি পরাজিত হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে পশ্চিমবঙ্গেও চার চারটি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি একেবারে ধরাশায়ী। এমনকি তিনটি কেন্দ্রের বিজেপি প্রার্থীদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। সব মিলিয়ে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, পশ্চিমবঙ্গ তো বটেই সারাদেশেও কিন্তু আস্তে আস্তে বিজেপির জনপ্রিয়তা কমছে।

এবং সেক্ষেত্রে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের মতন হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন উপনির্বাচনে যেভাবে বিজেপি পর্যুদস্ত হচ্ছে তাতে আগামী দিনে পরিস্থিতি খারাপ হতে পারে বিজেপির জন্য। পাশাপাশি গোয়া নিয়েও বিজেপি যে খুব একটা নিশ্চিন্ত রয়েছে তা কিন্তু নয়। ইতিমধ্যেই সেখানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল রাজনৈতিক কার্যকলাপ শুরু করেছে। সব মিলিয়ে গতকালের দেশজোড়া নির্বাচনী ফলাফল কিন্তু গেরুয়া শিবিরকে মোটে নিশ্চিন্ত করতে পারলো না। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে এবার বিজেপি কিভাবে কোমর বেঁধে আসরে নামে, সে দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!