এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে আবার শুরু আদি ও নব্য বিজেপি নেতাদের টক্কর, বাড়ছে চাপানউতোর

উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে আবার শুরু আদি ও নব্য বিজেপি নেতাদের টক্কর, বাড়ছে চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে দীর্ঘদিন ধরেই উপ নির্বাচনের প্রয়োজনীয়তা হয়ে পড়েছে। আর উপনির্বাচন নিয়ে এবার হিসাব-নিকাশ শুরু হয়ে গিয়েছে রাজ্যের প্রধান রাজনৈতিক শিবিরগুলির মধ্যে। তবে উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে আবারও চাপানউতোর গেরুয়া শিবিরে। শোনা যাচ্ছে, প্রার্থহী  বাছাই  নিয়ে ক্কারত এবাআর চাপ বাড়াচ্ছে বিজেপির আদি নেতাদের দল। কিন্তু নব্য নেতারাও পাল্টা তৈরী হচ্ছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যারা দলবদল করে বিজেপিতে এসেছিলেন, তাঁদেরকেই নির্বাচনের প্রার্থী টিকিট ধরিয়ে দেওয়া হয়। কিন্তু নির্বাচনের পর হয় তাঁদের অনেকেই দল ছেড়েছেন, নাহলে অনেকেই বেসুরো হয়েছেন।

তাই এবার উপনির্বাচনে এসব দিকে লক্ষ্য রেখে বিজেপির আদি নেতাদের দিকেই পাল্লা ভারী বলে মনে করছেন বিশেষহজ্ঞরা। যে সাতটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, সেগুলি হল- মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও জঙ্গিপুর, নদীয়া জেলার শান্তিপুর, কোচবিহার জেলার দিনহাটা, উত্তর 24 পরগনা জেলার খড়দহ, কলকাতার ভবানীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা। আপাতত এই সাতটি কেন্দ্রের উপনির্বাচনের ক্ষেত্রে প্রার্থী বাছাই নিয়ে এবার জোরদার পরিকল্পনা নেওয়া হচ্ছে। যারা বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেননি, সেইসব আদি নেতাদের মধ্যে ক্ষোভ রয়ে গেছে। এবার তাঁদেরকে উপ নির্বাচনে সুযোগ দেওয়া হবে বলে  মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, তৃণমূল থেকে আসা নেতারা টিকিট পেলেও অনেকেই জয়ের মুখ দেখেননি। অন্যদিকে আবার আদি বিজেপি নেতাদের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে না করা হয়েছিল কোন ভালো আসনের প্রার্থী, না কোনো নিরাপদ আসন দেওয়া হয়েছিল তাঁদের। তাই এবার রাজ্য বিজেপি নেতৃত্ব উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত সাবধানী। তবে নব্য বিজেপি নেতাদের মধ্যে অন্যতম হলেন শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে বিরোধী দলনেতা। বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, শুভেন্দু অধিকারী কিন্তু ক্রমশ তাঁর আধিপত্য বাড়ানোর চেষ্টা চালাবেন রাজ্যে। সেক্ষেত্রে তিনি উপনির্বাচনে বিজেপির নব্য নেতাদের মধ্যে থেকেই প্রার্থী বানানোর চেষ্টা চালাবেন।

তবে বরাবরই বিজেপির প্রার্থী তালিকা ঠিক হয় কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে। এবারেও তার অন্যথা হবেনা বলেই মনে হয়। তবে একথা অনস্বীকার্য উপনির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে আবারও বঙ্গ বিজেপিতে জমে উঠেছে আদি এবং নব্য বিজেপির লড়াই। উপনির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূল কিন্তু এখন যথেষ্ট শক্তিশালী জায়গায়। তাই তৃণমূলকে টক্কর দেবার জন্য সেরকম নেতার প্রয়োজন। সবকিছু মাথায় রেখে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি সিদ্ধান্ত গ্রহণ করবে, সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!