এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচনী লড়াই নিয়ে তোরজোর শুরু, ভবানীপুরের তৃণমূল প্রার্থী এবার কোথা থেকে লড়াইতে নামবেন?

উপনির্বাচনী লড়াই নিয়ে তোরজোর শুরু, ভবানীপুরের তৃণমূল প্রার্থী এবার কোথা থেকে লড়াইতে নামবেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে প্রত্যাবর্তন হয় তৃণমূল সরকারের। বিপুল জনাদেশ পেয়ে ক্ষমতায় আসে তৃণমূল। মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য আসীন হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্র থেকে কিন্তু পরাজিত হয়েছেন। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, তৃণমূল নেত্রী পরাজিত হয়ে মুখ্যমন্ত্রীর আসনে কিভাবে আসলেন? প্রসঙ্গত স্পষ্ট হয়ে পড়ে, উপনির্বাচনের প্রয়োজনীয়তা। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চেনা জায়গা ভবানীপুর থেকেই লড়াই করতে চলছেন উপনির্বাচনে। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু ভবানীপুর থেকে লড়াই করেছিলেন বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনিও নামছেন লড়াইতে।

কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর জন্য তাঁর বিধায়ক পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়ে ভবানীপুর ছেড়ে দিয়েছেন। গুঞ্জন শুরু হয়েছিল, শোভনদেব চট্টোপাধ্যায় কি তাহলে রাজ্যসভায় যেতে চলেছেন? সমস্ত গুঞ্জনে অবসান করে জানা গেছে, শোভন চট্টোপাধ্যায় রাজ্যসভায় নয়, বরং রাজ্য রাজনীতিতেই থাকতে চলেছেন এবং তিনিও মন্ত্রী হিসেবে ফিরে আসতে চলেছেন উপনির্বাচনে লড়াই করে। সেক্ষেত্রে তাঁর জন্য ঠিক হয়েছে উত্তর 24 পরগনার খড়দা আসনটি। মূলতঃ, এই খড়দা আসনেও একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কাজল সিনহা ব্যাপক ভোটে জয়লাভ করেন। কিন্তু সেই জয় তিনি দেখে যেতে পারেননি। করোনার শিকার হয়ে তিনি মারা যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই জায়গায় এবার প্রার্থী হয়ে উপনির্বাচনের লড়াইতে নামছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, তিনি পুরোপুরি দলীয় নির্দেশ মেনে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ভবানীপুর থেকে। এবং আবারও দলীয় নির্দেশেই তিনি খড়দার উপনির্বাচনে লড়াই করতে চলেছেন। অন্যদিকে উপনির্বাচনের কথা এই মুহূর্তে না ভেবে আসন্ন ঘূর্ণিঝড় যশকে সামলানোর জন্য আসড়ে নেমেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই বাড়ি থেকেই রবিবার কৃষি দপ্তরের সচিব এবং আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন তিনি।

পাশাপাশি তিনি জানিয়েছেন, ঝড়ের পর আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে সরকার থেকে। সেক্ষেত্রে ব্লক ভিত্তিক ক্ষতির হিসাব নেওয়া হবে এবং সেটি মুখ্যমন্ত্রীর সম্মতিক্রমে অর্থ দপ্তর থেকে মঞ্জুর হলেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হবে। অন্যদিকে ভবানীপুর থেকে খড়দা আসনে শোভনদেব চট্টোপাধ্যায়ের লড়াইয়ের ব্যাপার নিয়ে ইতিমধ্যেই ভ্রূকুঞ্চিত করেছেন রাজনৈতিক মহলের অনেকেই। তবে এটুকু বোঝা যাচ্ছে, একুশের বিধানসভা নির্বাচনের মতোই উপনির্বাচনেও এবার টানটান লড়াই হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!