এখন পড়ছেন
হোম > রাজনীতি > উপনির্বাচনে কি প্রচারের সময়ে কাটছাঁট? কমিশনের পদক্ষেপ ঘিরে জল্পনা!

উপনির্বাচনে কি প্রচারের সময়ে কাটছাঁট? কমিশনের পদক্ষেপ ঘিরে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের পক্ষ থেকে বারবার নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হচ্ছে, দ্রুত যাতে বাংলার বাকি থাকা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেরগুলো সম্পন্ন করা হয়। কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকি সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা পর্যন্ত করতে দেখা যায়নি। তবে নির্বাচন কমিশন ইভিএমের ব্যাপারে তৎপরতা গ্রহণ করার কারণে নতুন করে আশার আলো তৈরি হতে দেখা যাচ্ছে। যার ফলে মনে করা হচ্ছে, খুব দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।

তবে করোনা পরিস্থিতির কারণে এবারের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলেও, প্রচারের ক্ষেত্রে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে পারে বিভিন্ন রাজনৈতিক দল। এক্ষেত্রে প্রচারের সময় অনেকটাই কাটছাঁট করা হতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের দিন ঘোষণার সাথে সাথেই সেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করানোর দিকে এগিয়ে যেতে পারে কমিশন। আর তা যদি হয়, তাহলে শাসক থেকে বিরোধী সকলেই প্রচার করার ক্ষেত্রে অনেকটাই কম সময় পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বা সবটাই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার একাধিক বিধানসভা কেন্দ্রের নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে। প্রার্থীর মৃত্যু, আবার কোথাও বা বিধায়কের মৃত্যু, আবার কোথাও বিধায়কের ইস্তফার কারণে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে উপনির্বাচন হবে। তৃণমূলের পক্ষ থেকে বার বার আবেদন করা হচ্ছে, যাতে দ্রুত উপনির্বাচন করানো হয়। তবে বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে চাপে ফেলে বলা হচ্ছে, আগে রাজ্য সরকার পৌরসভা নির্বাচন করার ব্যাপারে মনোযোগী হোক। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখনই বাংলার বিধানসভা উপনির্বাচনগুলোর জন্য দিন ঘোষণা করা হোক না কেন, এক্ষেত্রে প্রচারের সময় অত্যন্ত কম হতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে প্রচারের সময় কাটছাঁট করা হতে পারে‌। আর তা যদি হয়, তাহলে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে বাংলার শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ব্যাপক চাপে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে এই গোটা বিষয়টি নিয়ে আপত্তি জানানো হতে পারে বলেই মনে করছেন একাংশ।পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের ক্ষেত্রে প্রচার অত্যন্ত বাধ্যতামূলক। এক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলই চায়, যাতে তারা প্রচার করতে পারে।

কিন্তু সেদিক থেকে করোনা পরিস্থিতির কারণে বিধানসভা উপনির্বাচন সঠিক সময় হলেও, যদি প্রচারের ক্ষেত্রে কমিশনের বিধিনিষেধ থাকে, তাহলে তা রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত চাপের কারণ হয়ে দাঁড়াবে। যদিও বা উপনির্বাচন দিয়ে কখনই রাজ্যের ক্ষমতা বদলের কোনো সম্ভাবনার বিষয় স্থির করা হয় না। তবুও কেননা সঠিকভাবে প্রচার করতে না পারলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা হলেও আফসোস তৈরি হবে। তাই এখনও পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় একদিকে যেমন চিন্তা তৈরি হয়েছে, ঠিক তেমনই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর প্রচারের ক্ষেত্রে অত্যন্ত কম সময় পাওয়া যেতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কি ঘোষণা করে নির্বাচন কমিশন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!