এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচনের আগেই ব্যাপক চাপে বিজেপি, বড়সড় পদক্ষেপ প্রশাসনের!

উপনির্বাচনের আগেই ব্যাপক চাপে বিজেপি, বড়সড় পদক্ষেপ প্রশাসনের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে শেষ দিনে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি করেছিল। যেখানে বিজেপির প্রচারকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির ঘটনা সামনে আসে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সেখানে প্রচারে গেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে অশান্তি থামাতে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী তার রিভলবার বের করলে সেই নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তবে এবার এই ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবানীপুর উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বিজেপির পক্ষ থেকে কোনোরকম অনুমতি নেওয়া হয়নি। তাই সেখানে অশান্তির ঘটনা ঘটেছে। স্বাভাবিক ভাবেই উপনির্বাচনের আগে বিজেপি যে এই ঘটনায় ব্যাপক চাপের মুখে পড়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা এই ব্যাপারে বিজেপির ঘনিষ্ঠ মহল অন্য কথা বলছে। তাদের দাবি, প্রশাসন সম্পূর্ণরূপে তৃণমূলের হয়ে কাজ করছে। সেই কারণে তারা বিজেপিকে বদনাম করতে চাইছে। কিন্তু এভাবে গেরুয়া শিবিরকে আটকানো যাবে না। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!