এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > উপনির্বাচনেই কি বদলাবে হাওয়া ! বামেদের ভবিষ্যত নিয়ে আশাবাদী সেলিম !

উপনির্বাচনেই কি বদলাবে হাওয়া ! বামেদের ভবিষ্যত নিয়ে আশাবাদী সেলিম !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বর্তমানে ময়দানে নেমে নিজেদের অস্তিত্বের জানান দিতে শুরু করেছে আলিমুদ্দিন স্ট্রিট। রাজ্য সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকেই মহম্মদ সেলিম নতুন করে দলকে চাঙ্গা করতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে সামনেই আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর সেই উপনির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার মানুষ নতুন অধ্যায় শুরু করবেন বলে মন্তব্য করলেন মহম্মদ সেলিম। যার জেরে বামেরা নতুন করে আশার আলো দেখতে শুরু করলো বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যেখানে তিনি লেখেন, “বাংলার মানুষ নতুন ইতিহাস লেখার জন্য নতুন অধ্যায় শুরু করবেন। সেই কাজ আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচন থেকেই হবে। মানুষের মেজাজ পাল্টাচ্ছে। লুটের রাজত্ব বন্ধ করতে হয়। সবাই মিলে এককাট্টা হতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই সিপিএম নেতার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তিনি এই মন্তব্যের মধ্যে দিয়ে আগামী দিনে যে বামেদের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন, সেই কথাই ব্যক্ত করার চেষ্টা করলেন বলেই দাবি একাংশের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!