এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > উপনির্বাচনেও হবে অশান্তি? আশঙ্কা বাড়িয়ে একি বললেন দিলীপ ঘোষ!

উপনির্বাচনেও হবে অশান্তি? আশঙ্কা বাড়িয়ে একি বললেন দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামী 12 এপ্রিল রাজ্যের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রচার। প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে বিরোধীরা আশঙ্কা করছেন, এবারের নির্বাচনেও অশান্তি হতে পারে। আর এবার সেই আশঙ্কাকেই উস্কে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, ‌এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পশ্চিমবঙ্গে যে অশান্তি ছাড়া নির্বাচন হয় না, সেই বিষয়টি স্পষ্ট করে দিলেন তিনি। এদিন এই প্রসঙ্গে এই বিজেপি নেতা বলেন, “পশ্চিমবঙ্গের নির্বাচন কখনও অবাধ এবং শান্তিপূর্ণভাবে হবে, তা কল্পনা করা যায় না। পরপর বাংলায় নির্বাচন হচ্ছে এবং দেখা যাচ্ছে, পুলিশ চোর ধরা বন্ধ করে বিরোধীদের আটকাতে ব্যস্ত। পশ্চিমবঙ্গের বর্তমান যে দুরাবস্থা, এখানে পুরোপুরি শক্তি দিয়ে জোর করে ভোট করানোর চেষ্টা হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন যে, পশ্চিমবঙ্গের নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে না। এক্ষেত্রে তার এই বক্তব্যের মধ্য দিয়ে আশঙ্কা আরও মাথাচাড়া দিয়ে উঠল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!