এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > উপনির্বাচনের আগেই জেলাশাসককে সরানোর দাবি, শোরগোল শুভেন্দুর!

উপনির্বাচনের আগেই জেলাশাসককে সরানোর দাবি, শোরগোল শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া পৌরসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এবং জেলাশাসকদের কাজে লাগিয়ে ভোট কারচুপি করেছে শাসক দল, এই অভিযোগ করছে ভারতীয় জনতা পার্টি। তবে সামনেই রাজ্যের আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তাই সেই উপনির্বাচনে যাতে এই রকম কোনো ঘটনা না ঘটে, তার জন্য এখন থেকেই কড়া নজর রাখতে শুরু করেছে গেরুয়া শিবির।

আর এবার অবশেষে আসানসোলে নির্বাচন কমিশনের নিয়োগ করা ফাচ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে জেলাশাসককে সরানোর দাবি জানালেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার এই দাবিকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। সূত্রের খবর, এদিন আসানসোলের প্রার্থী অগ্নিমিত্রা পলকে সাথে নিয়ে সার্কিট হাউসে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়োগ করা পাঁচ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা। আর তারপরেই রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে জেলাশাসককে সরাতে হবে বলে আবেদন জানান তিনি।

শুভেন্দুবাবুর অভিযোগ, গত পৌরসভা নির্বাচনে বর্তমান জেলা শাসক এস অরুন প্রসাদকে কাজে লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই লোকসভা নির্বাচনে যাতে তাকে কোনো দায়িত্ব দেওয়া না হয়, তার জন্যই কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে আগেভাগেই আবেদন জানিয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা। যা বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!