এখন পড়ছেন
হোম > রাজনীতি > উপনির্বাচনের মাঝেই ফের নির্বাচনের দিন ঘোষণা! জেনে নিন দিনক্ষণ!

উপনির্বাচনের মাঝেই ফের নির্বাচনের দিন ঘোষণা! জেনে নিন দিনক্ষণ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ফের নতুন করে রাজ্যে ঘোষণা হল নির্বাচনের দিনক্ষণ। আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর সহ রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এই তিনটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা কমিশনের পক্ষ থেকে করার পরেই বাকি যে সমস্ত কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন হওয়ার কথা, সেগুলোর নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে অবশেষে সেই বাকি বিধানসভা কেন্দ্রগুলির নির্বাচনের ব্যাপারে দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে কমিশনের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়। যেখানে জানানো হয়, পুজোর পরে অর্থাৎ আগামী 30 অক্টোবর রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। যার মধ্যে রয়েছে শান্তিপুর, গোসাবা, খড়দহ এবং দিনহাটা বিধানসভা কেন্দ্র। আর এই সমস্ত বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে 2 নভেম্বর। স্বভাবতই শাসক থেকে বিরোধী সকলেই তাকিয়েছিলেন, এই সমস্ত বিধানসভা কেন্দ্রের নির্বাচন কবে হয়। অবশেষে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই বাকি চারটি বিধানসভার নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিলো নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, কোথাও বিধায়কের প্রয়াত হওয়া, আবার কোথাও বা সেই বিধায়ক পদ ছেড়ে দেওয়ার কারণে এই চার বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে ভবানীপুর সহ মুর্শিদাবাদের দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন ঘোষণা হওয়ার সময় এই চারটি কেন্দ্রের নির্বাচন কেন ঘোষণা করা হল না, তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছিল। উৎকণ্ঠায় ছিল শাসক থেকে শুরু করে বিরোধীরা। তবে অবশেষে পুজোর আগেই সেই ব্যাপারে বড় ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!