এখন পড়ছেন
হোম > অন্যান্য > নতুন বছরে একাধিক চাকরির পরীক্ষার সঙ্গে আর কোন কোন পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করবেন পরীক্ষার্থীরা? জানুন এক নিমেষে।

নতুন বছরে একাধিক চাকরির পরীক্ষার সঙ্গে আর কোন কোন পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করবেন পরীক্ষার্থীরা? জানুন এক নিমেষে।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –

চলতি বছরের শুরু থেকেই কেন্দ্র এবং সরকারের তরফ থেকে একাধিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে আর কয়েকমাসের মধ্যেই চাকরিপ্রার্থীদের সামনে আসতে চলেছে চাকরির পরীক্ষার সুযোগ। তবে এরই মধ্যে ইউপিএসসি থাকে এনটিয়ে নেট, একাধিক পরীক্ষাও কিন্তু রয়েছে আগ্রহী প্রার্থীদের জন্য। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু আগে ঠিক কোন কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আপনি, দেখে নিন একঝলক।

এর মধ্যে প্রথমে যে পরীক্ষার কথায় আসতে হয়, সেটি হল ইউপিএসসি। বস্তুত, করোনার কারণে গতবছর অনেকেই ইউপিএসসি পরীক্ষায় বসার সুযোগ পাননি, সেক্ষেত্রে সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে এরকম পরীক্ষার্থীদের আরেকবার সুযোগ দেওয়া হবে। চলতি মাসের ১০ তারিখ ইউপিএসসি-র বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গেছে।

তবে এরই সঙ্গে অবশেষে রাজ্য জয়েন্টের তারিখ প্রকাশিত হয়েছে। জুলাই মাসের ১১ তারিখ পরীক্ষা হবে বলে জানান হয়েছে। অন্যদিকে, সম্পূর্ণ করোনা বিধি মেনেই পরীক্ষা হবে বলেই জানান হয়েছে। যদিও কবে থেকে পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হবে, সেটা এখনও কিছু জানা না গেলেও পুরো প্রক্রিয়াটি অনলাইনে হবে বলেই জানান হয়েছে। সেখানে নাম নথিভুক্ত করে ফি জমা দিয়ে যাবতীয় তথ্য আপলোড করলে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে রিসার্চ স্কলার এবং প্রফেশরশিপের জন্য নেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলেও জানা গেছে। সেখানে আগামী মে মাসে ইউজিসি-নেট পরীক্ষা শুরুর কথা জানানো হয়েছে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং সহকারী অধ্যাপক পদের জন্য আগামী ২রা মে থেকে ১৭ই মে পর্যন্ত মোট ১১ দিন ধরে বিভিন্ন বিষয়ে ইউজিসি-নেট পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

তাই আগ্রহী প্রার্থীরা ২রা মার্চের মধ্যে ugcnet.nta.nic.in এবং nta.ac.in এই দুই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন বলে জানান হয়েছে। সেইসঙ্গে নেট পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেবে বলেও জানান হয়েছে। দুটি পত্রের পরীক্ষার প্রথম পত্রে ৫০ টি প্রশ্ন থাকবে আর দ্বিতীয় পত্রের পরীক্ষাতে ১০০ টি প্রশ্ন থাকবে বলে জানান হয়েছে। দুই ক্ষেত্রেই প্রতিটি প্রশ্নের জন্য দু’নম্বর করে থাকবে। প্রথম পরীক্ষা হবে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত।আর দ্বিতীয় পরীক্ষা হবে দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। দুটি পত্রেই কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি মোডে পরীক্ষা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!