এখন পড়ছেন
হোম > জাতীয় > উড়ালপুল বিতর্কে বিজেপিকে চেপে ধরতে আরো বড়সড় পদক্ষেপ তৃণমূলের

উড়ালপুল বিতর্কে বিজেপিকে চেপে ধরতে আরো বড়সড় পদক্ষেপ তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল উত্তর প্রদেশের একটি সরকারি বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করা হয়েছিল বলে, প্রবল প্রতিবাদ জানায় তৃণমূল। ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত যোগী সরকার উত্তরপ্রদেশের উন্নয়নে কি কি কাজ করেছে? সে বিষয়টি নিয়ে এক সর্বভারতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করা হয়েছিল। অভিযোগ উঠেছে, সেই বিজ্ঞাপনে যে উড়ালপুলের ছবি ব্যবহার করা হয়েছে, তা হলো কলকাতার মা উড়ালপুল।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিজ্ঞাপন সংস্থার ভুলের কারণে এই ঘটনা ঘটেছে। এর জন্য সরকার দায়ী নয়। এ বিষয়ে এবার বিজেপিকে চেপে ধরতে আরটিআই করেছে তৃণমূল। তৃণমূল নেতা সাকেত গোখলে যা করেছেন। তিনি জানতে চেয়েছেন, এই বিজ্ঞাপনের অনুমোদনকে দিয়েছিলেন? চুক্তির প্রতিলিপি কোথায়? তা জানতে চাওয়া হয়েছে? প্রশ্ন করা হয়েছে বিজ্ঞাপন কে বানিয়ে থাকে? উত্তরপ্রদেশ সরকার নাকি সংবাদমাধ্যম?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উত্তরপ্রদেশের সরকারি বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি উঠতেই প্রবল প্রতিবাদ জানায় তৃণমূল। এই ফলে তীব্র অস্বস্তি বাড়তে থাকে বিজেপির। এবার এ প্রসঙ্গে বিজেপিকে চেপে ধরতে আরটিআই এর পদক্ষেপ নিয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানালেন যে, একটা মিথ্যাকে ঢাকবার জন্য আরো দশটা মিথ্যে কথা বলছে বিজেপি। সংবাদপত্র গোষ্ঠী থেকে বলা হচ্ছে যে, এটা তাদের ভুল। যা হতেই পারে না। কারণ বিজ্ঞাপনের এর ক্ষেত্রে প্রতিটি সংবাদ মাধ্যমের নিজস্ব একটি কোড অফ স্ট্যান্ডার্ড থাকে।

বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন থাকে। এ ছাড়া সকলেই ইন্ডিয়া নিউজ পেপার সোসাইটির সদস্য। তাদের বিজ্ঞাপন এর বিষয়ে কতগুলি কোড রয়েছে। এই কোডগুলো সবাইকে মেনে চলতে হয়। মা উড়ালপুলের ছবি, পশ্চিমবঙ্গের কিছু উন্নয়নের ছবি, রাস্তাঘাট, হলুদ ট্যাক্সি পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের উন্নয়নের প্রচার হিসেবে ব্যবহার করেছে। যা হলো বেআইনি ও অনৈতিক। কারণ, অন্য রাজ্যের প্রগতির পরিকাঠামোকে নিজের রাজ্যের প্রগতির পরিকাঠামো বলে চালানো সম্পূর্ন বেআইনি বলে অভিযোগ করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!