এখন পড়ছেন
হোম > অন্যান্য > উষ্ণায়নের জেরে দ্রুত গলছে মেরুর বরফ! হুড়মুড়িয়ে বাড়ছে সমুদ্রের জল! চরম বিপদের সামনে মানুষ?

উষ্ণায়নের জেরে দ্রুত গলছে মেরুর বরফ! হুড়মুড়িয়ে বাড়ছে সমুদ্রের জল! চরম বিপদের সামনে মানুষ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উষ্ণায়নের খাঁড়া বহুদিন আগেই নেমে এসেছে পৃথিবীর বুকে। দীর্ঘদিন ধরে উষ্ণায়ন নিয়ে ক্রমাগত সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। কিন্তু তাতে বিশেষ কোনো ফল হয়নি বলে মনে করা হচ্ছে। উষ্ণায়ন এর জেরে প্রাণীজগৎ থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা যাচ্ছে। উপরন্তু যেভাবে উষ্ণায়নের ফলে বরফ গলে যাচ্ছে, তাতে এবার যেকোনো মুহূর্তে বড় বিপদের সম্ভাবনা। সম্প্রতি জানা গেছে, এক বছরে প্রায় 532 বিলিয়ন টন বরফ গলে যাচ্ছে গ্রীনল্যান্ড থেকে। অর্থাৎ 50 হাজার কোটি টনের বেশি বরফ।

আর এর ফলে সমুদ্রের জলস্তর প্রবল হারে বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এই নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে এবং তাতে বলা হচ্ছে, প্রতিদিন প্রায় 30 লক্ষ টন জল বেড়ে চলেছে সমুদ্রগুলিতে। ধরে নেওয়া যেতে পারে, প্রতি সেকেন্ডে ছটি করে অলিম্পিকের পুলে যতটা জল আছে ঠিক ততটাই জল বাড়ছে পৃথিবীর বুকে। বিশেষজ্ঞদের মতে, এতদিন উষ্ণায়নের প্রভাবে যতটা বরফ গলবে বলে ভাবা হয়েছিল, মেরু প্রদেশের বরফ কিন্তু তার থেকেও দ্রুত গতিতে গলে যাচ্ছে।

গত কয়েক বছর ধরেই দ্রুত পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। যার ফলে আর হয়তো কয়েক বছরের মধ্যেই পৃথিবীর বুক থেকে বরফ অদৃশ্য হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি বৃটেনের ইউনিভার্সিটি অফ লিনকন তাদের গবেষণায় জানিয়েছে, শুধুমাত্র গ্রীনল্যান্ডের বরফ গলে 2100 সাল নাগাদ বিশ্বের সমুদ্র স্তরের উচ্চতা 10 থেকে 12 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। অন্যদিকে নেচার ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্টে সম্প্রতি সামনে এসেছে, আর্কটিক মহাসাগরের তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চলতি বছরের ফেব্রুয়ারি শুরুতেই উত্তর মেরুর পূর্বাংশ অস্বাভাবিক গরম হয়ে উঠেছে বলে জানা গেছে। এবং সেখানে তাপমাত্রা বেড়ে গেছে স্বাভাবিকের চেয়ে প্রায় কুড়ি ডিগ্রী সেন্টিগ্রেড। অবশ্য কিছুদিন আগেই উত্তর মেরুতে গত 10 বছরের মধ্যে সবথেকে বেশি বরফ তৈরি হয়েছিল কিন্তু দশ বারো দিনের মধ্যে এভাবে তাপমাত্রার হেরফের খুব স্বাভাবিকভাবেই অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের। এই অবস্থায় বিজ্ঞানীরা যেকোনভাবে পৃথিবীর দূষণ কমানোর দিকেই ইঙ্গিত দিয়েছেন।

বিশ্ব উষ্ণায়ন উত্তর-দক্ষিণ দুই দিক থেকেই বিপদ ডেকে নিয়ে আসছে গোটা বিশ্বের জন্য৷ এই পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের কবলে পড়ে বাড়ছে সমুদ্রের জলস্তর। প্রমাদ গুনছে সমুদ্র তীরবর্তী শহর,গ্রাম, জনপদ। আর বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রমশঃ চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে বিজ্ঞানীদের। বিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবীকে বাঁচাতে গেলে এইমুহুর্তে পৃথিবীর সমস্ত দেশকে এগিয়ে আসতে হবে। বন্ধ করবে মাত্রাতিরিক্ত দূষণ। আর তা না হলে অচিরেই বিশাল জলস্তরের অতলে তলিয়ে যাবে এই পৃথিবী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!