এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের গ্রেফতার প্রাথমিক শিক্ষকরা, জামিন অযোগ্য ধারায় করা হলো মামলা, জেনে নিন বিস্তারিত

ফের গ্রেফতার প্রাথমিক শিক্ষকরা, জামিন অযোগ্য ধারায় করা হলো মামলা, জেনে নিন বিস্তারিত


গত ২৬ জানুয়ারী পনের দিনের টানা অনশনের পর সরকার একটি G.O বের করে প্রাথমিক শিক্ষকদের বেতন pb2 থেকে pb3 তে বর্ধিত করেন। কিন্তু ফল না পাওয়ায় নতুন করে বিদ্রোহের পথে ‘উস্তি ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।গত ২৬ জানুয়ারী পনের দিনের টানা অনশন করে ‘উস্তি ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। এরপর শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের বলেন শিক্ষকদের বর্ধিত বেতন দিতে বাড়তি 1100 কোটি টাকা খরচ হবে।

এদিকে ‘উস্তি ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ -এর দাবি শিক্ষা দপ্তর, বিভিন্ন জেলার আধিকারিকদের ডেপুটেশন জমা দেওয়া হয়েছে প্রমান সমেত। জমা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষকদের আমাদের বেতন সরকারি G.O অনুযায়ী কি হওয়া উচিত সেই সংক্রান্ত নথিও।এছাড়া প্রাথমিক শিক্ষকদের দাবি বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিক বার বৈঠক করেছেন। ওনারা বলেন আপনাদের ফিটমেন্ট ফ্যাক্টর ফাইল নবান্নে গেছে। এদিকে নবান্ন জানাচ্ছে এরকম কোন ফাইল আমরা পাননি নি তাঁরা । এরপর শিক্ষা দপ্তর জানায় ফিনান্স দফতর এপ্রুভ করছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শিক্ষা দপ্তর আর অর্থ দপ্তরের টানাপোড়েনে চার মাসের বেশি হয়ে গেল কিন্তু সঠিক বেতন নিয়ে কোনো প্রকার হেলদোল নেই সরকারের। আর সেই কারণেই ফের ন্যায্য দাবি আদায়ে গতকাল যাদবপুর 8 B বাসস্ট্যান্ডে সমবেত হয়ে মহামিছিল শুরু করেন ‘উস্তি ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।

বাঘা যতীন মোড়ে মিছিল আটকায় পুলিশ। রাজা এসসি মল্লিক রোডের ওই মোড়েই বেলা ২টোয় অবস্থান-বিক্ষোভ শুরু করে দেন সংগঠনের সদস্যেরা। সংগঠনের সম্পাদিকা পৃথা বিশ্বাস-সহ তিন সদস্যকে এরপর শিক্ষামন্ত্রীর বাড়িতে নিয়ে যাওয়া হয় আলোচনার জন্য। ফিরে এসে পৃথাদেবী বলেন, ‘‘আলোচনা ফলপ্রসূ হয়নি। উনি আমাদের দাবি মানেননি।’’

এরপর সন্ধ্যা ৬টা নাগাদ এসসি মল্লিক রোড থেকে উঠে গিয়ে বাঘা যতীনের কাছে চিত্তরঞ্জন দাস শিশু উদ্যানে শুরু হয় অবস্থান-বিক্ষোভ। অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা উঠে যেতে বলে শিক্ষকদের হুমকি দিতে থাকে। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে ধাক্কাধাক্কি করা হয়। তার পরে পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে তুলে যাদবপুর থানায় নিয়ে যায়।

অভিযোগ তাদেরকে ছেড়ে দেওয়া হলেও আলোচনা করার নাম করে সন্দীপ ঘোষ , পৃথা বিশ্বাস সহ ৭ জনকে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয় আজ সকালে । সেখানে সকলকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে ।  যতদূর জানা যাচ্ছে দুপুরের দিকে আলিপুর জজ কোর্টএ এই মামলার সুনানির সম্ভাবনা আছে । ফলে এখন দেখার কি হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!