এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > উৎকণ্ঠা চরমে! কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য! জেনে নিন

উৎকণ্ঠা চরমে! কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। যার জেরে মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরই তার বেশ কিছু টেস্ট করা হয়েছে। যা দেখে কিছুটা হলেও চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, করোনা পরিস্থিতির পর বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আর তার প্রভাবে সাইটোকাইন ঝড়ের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে আগের থেকে অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য্য বলে দাবি করছেন চিকিৎসকরা। কিন্তু সাইটোকাইন ঝড়ের ইঙ্গিত কিছুটা হলেও চিন্তা বাড়িয়ে দিচ্ছে।

বিশেষ সূত্র মারফত খবর, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বুদ্ধদেব ভট্টাচার্যের। দুপুরে মাছ দিয়ে ভাত খেয়েছেন তিনি। তবে তার শারীরিক অসুস্থতা কিছুটা হলেও চিন্তা বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই তিনি যাতে আবার সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা করতে শুরু করেছেন তার অনুগামীরা।

অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে “কমরেড আবার তোমায় ময়দানে নামতে হবে” বলে বুদ্ধদেববাবুর সুস্থতা প্রার্থনা করছেন। সেদিক থেকে চিকিৎসকরা প্রতিমুহূর্তে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যাতে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলা যায়, তার জন্য চেষ্টার কোনো কমতি রাখছেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, প্রায় অনেকদিন ধরেই অসুস্থ রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়ির বাইরে তাকে সেভাবে বের হতে দেখা যায় না। এবারের বিধানসভা নির্বাচনে অসুস্থ থাকার কারণে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি তিনি। করোনা ভাইরাসের কারণে বাইরে বেরিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। তবে মাঝেমধ্যেই তার অসুস্থতার খবর সামনে আসতে শুরু করেছিল।

সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। আর তারপরেই মঙ্গলবার তার শারীরিক অসুস্থতা বাড়তে শুরু করে। ভর্তি করা হয় হাসপাতালে। আর এই পরিস্থিতিতে দ্রুত যাতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে ওঠেন, তার জন্য নানা মহলে প্রার্থনা শুরু হয়েছে। সব মিলিয়ে শরীরের রোগকে দূরে ঠেলে দিয়ে কবে সুস্থ হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!