এখন পড়ছেন
হোম > জাতীয় > উৎসবের মরশুমে আরো একটি খুশির খবর ! বাচ্চাদের ভ্যাক্সিনেশন নিয়ে বিশেষ ছাড়পত্র !

উৎসবের মরশুমে আরো একটি খুশির খবর ! বাচ্চাদের ভ্যাক্সিনেশন নিয়ে বিশেষ ছাড়পত্র !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বাংলা সহ দেশবাসী মেতে উঠেছে শারদ উৎসবে শহর জুড়ে চলছে আনন্দের উচ্ছ্বাস আর ঠিক এই মুহূর্তে আরো একটি সুখবর এল দেশবাসীর জন্য কেন্দ্রের ড্রাগ নিয়ামক সংস্থা ডিসিজিআই । গত মঙ্গলবার এই এক বিশেষ কমিটির সুপারিশ বৈঠকের মাধ্যমে ডিসিসিআই শিশু এবং অপ্রাপ্ত বয়স্কদের ভারত বায়োটেকের  কোভ্যাক্সিনকে কে জরুরী ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে । অর্থাৎ এবার থেকে Covid-19  এর  ভ্যাকসিন   পাবে শিশুরাও যদিও এর আগে আগস্ট মাসের শিশুদের জন্য ছাড় দেওয়া হয়েছিল জাইডাস ক্যাডিলার ডিএনএ ভ্যাকসিনকে  তবে ওই ভ্যাকসিন ছিল কেবল মাত্র 12 বছর বা তার উর্ধে বয়সীদের জন্য । আর এবার ডিসিজিআই তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

 

যেহেতু দীর্ঘ দিন থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ সেই সঙ্গে বাচ্চাদেরও পড়াশোনা ।  তাই শিশুদের যাতে পড়াশোনায় প্রতি পুনরায় স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসা যায় এবং শিশুদের স্বাস্থের  কথা মাথায় রেখে  এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া  হয়েছে  মনে করছেন একাংশ । অন্যদিকে  সেরাম ইনস্টিটিউটের নোভাভ্যাক্স  শিশুদের উপর প্রয়োগের জন্য অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেটি গত মাসেই অনুমোদন দিয়েছিল বিসিসিআই তবে এখানে বয়স ছিল ৭ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য । সব মিলিয়ে বলা যেতে পারে কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তে  ফলে ‘Covid-19’  কে জয় করার  সিঁড়ি আরো এক ধাপ উপরে  উঠে এলো দেশবাসী ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!