এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উৎসবের উদ্বোধনে এসে উত্তরবঙ্গ বাসীকে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

উৎসবের উদ্বোধনে এসে উত্তরবঙ্গ বাসীকে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ” লোকসভা ভোটে উত্তরবঙ্গে গোহারা হেরেছি, তাতে আমার দুঃখ নেই, আমি কাজ করেছি, এবার পুষিয়ে দেবেন তো! ” গতকাল শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই বক্তব্য রাখতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিয়ে যেমন তিনি বক্তব্য রাখেন, তেমনি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভালো ফলের বিষয়ে তিনি যে যথেষ্ট আশাবাদী, সেটাও তিনি বুঝিয়ে দিলেন। আর সেই সঙ্গেই একাধিক কটাক্ষ করলেন প্রধান প্রতিপক্ষ বিজেপিকে।

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একেবারে ভরাডুবি হয়েছিল শাসকদল তৃণমূলের। অধিকাংশ আসন চলে যায় বিজেপির ঝুলিতে। একটিমাত্র আসন যায় কংগ্রেসের ঝুলিতে। আর শুন্য হাতে ফিরতে হয় তৃণমূলকে। কিন্তু, আগামী বিধানসভা নির্বাচনের উত্তরবঙ্গে ভালো ফলের আসায় আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে এক নজরে দেখে থাকেন তিনি। মাঝেমধ্যেই আসেন তিনি এখানে। তিনি জানালেন যে, বিজেপি মিথ্যে কথা বলে সমস্ত আসন নিয়ে গেছে, কিন্তু কিছুই করেনি। জনগণের উদ্যেশ্যে তিনি জানালেন যে, বিজেপি যদি টাকা দেয় সেটা নিয়ে নিতে, তা দিয়ে মাংস ভাত খেতে। কিন্তু ভোট তৃণমূলকেই দিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, উত্তরবঙ্গের ৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ির ব্যবস্থা করে দেয়া হবে। তৃণমূল সরকার ঘোষণা করেই বসে থাকেনা, কাজও করে। মালদহের হরিশ্চন্দ্রপুরে ৮০ কোটি টাকা ব্যয়ে সাব স্টেশনের উদ্বোধন করা হয়েছে, বালুরঘাট হিল ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হবে কার্সিয়াংয়ে, পাহাড়ে হচ্ছে এডুকেশনাল হাব। গতকাল শিলিগুড়ি থেকে সেতুর উদ্বোধন করেন ভার্চুয়ালি ভাবে। জানান যে, জয়ী ও কামতেশ্বরী সেতু উত্তরবঙ্গের মানুষকে উৎসর্গ করা হল।

অন্যদিকে, গতকাল কেন্দ্রীয় বাজেটে জানানো হয়েছে যে, ৬৭৫ কিমি রাস্তা তৈরি হবে পশ্চিমবঙ্গে। বরাদ্দ করা হবে ২৫ হাজার টাকা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ” ৩২০০ কোটি টাকা নর্থ-সাউথ করিডরের কাজ চলছে। তোমরা কী করবে, আমরা করছি। ইসলামপুরে জট ছিল কেটেছে। রানাঘাটে জট রয়েছে, তোমরা মেটাচ্ছ না। নতুন করে আবার শিলিগুড়িতে কি করবে ? বাংলা কি হ্যাংলা? ” এভাবেই একহাত নিলেন তিনি প্রধান প্রতিপক্ষকে। সেইসাথে গত লোকসভা নির্বাচনে হার স্বীকার করলেন নিজমুখেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!