এখন পড়ছেন
হোম > জাতীয় > উৎসবের দিনে কড়া বিধিনিষেধ প্রয়োগের নির্দেশ রাজ্যকে, নজরে করোনা সংক্রমণ

উৎসবের দিনে কড়া বিধিনিষেধ প্রয়োগের নির্দেশ রাজ্যকে, নজরে করোনা সংক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা চিত্র এখন অনেকটা ভালো। কার্যত বিভিন্ন রাজ্যে করোনার সংক্রমণ নিম্নমুখী, কিন্তু তাতে মোটেই স্বস্তির নিঃশ্বাস ছাড়তে রাজি নয় কেন্দ্রীয় সরকার। কারণ যতবার একটা বিশাল জমায়েত হয়েছে, ততবার করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, এবছর কুম্ভমেলার পরেই করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, কুম্ভমেলা সুপার স্প্রেডারের ভূমিকা গ্রহণ করেছে। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগত উৎসবগুলিতে যাতে কোনোভাবেই জনসমাগম না হয়, তার জন্য রাজ্যগুলিকে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। যার ফলে মনে করা হচ্ছে, গত বছরের মতো এ বছরেও বাড়ির বাইরে পুজোর সময় বেরোনো যাবেনা।

পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যকে আজকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং জানিয়ে দিয়েছে আগামীতে মহরম, ওনাম, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী এবং দুর্গাপুজোকে রাস্তায় মানুষের ঢল নামা আটকাতে হবে এবং সেক্ষেত্রে রাজ্যকে স্থানীয় স্তরে বিধি-নিষেধ আরোপ করতে হবে। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যেভাবে করোনা নিয়ে প্রশ্ন তুলেছে, তাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু চিন্তা বাড়লো। কারণ উপ নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। কার্যত নভেম্বরের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেকোনো একটি আসন থেকে উপনির্বাচনে জিতে আসতে হবে না হলে রাজ্যের সাংবিধানিক চাপানউতোর তৈরি হবে।

কার্যত গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যের কাছে নির্দেশ গিয়েছে, আগামী দিনে উৎসবগুলি যেন কোনমতেই নতুন করে সংক্রমণ না বাড়ায়। সেক্ষেত্রে প্রতিটি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে উল্লেখ করা হয়েছে, আগামী দিনের উৎসবগুলোতে ভিড় নিয়ন্ত্রণ করার। প্রয়োজনে স্থানীয়ভাবে বিধি নিষেধ প্রয়োগ করার। প্রসঙ্গত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ বিশেষ উৎসবগুলি সুপার স্প্রেডারের ভূমিকা অবলম্বন করে। সেক্ষেত্রে নতুন করে করোনার সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনিতেই দেশের সামনে করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি। তাই কোনভাবেই আর ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একইসাথে প্রতিটি রাজ্যকে স্বাধীনতা দিবস সংক্ষেপে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। কার্যত অনুষ্ঠানে যাতে ভিড় না হয়, সেদিকেও নজর দেওয়ার কথা বলেছে কেন্দ্র। অন্যদিকে জানা যাচ্ছে, কেরলে নতুন করে শুরু হয়েছে করোনার সংক্রমণ। কার্যত গত 24 ঘন্টায় দেশে 42 হাজার 625 জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে এবং সে ক্ষেত্রে চাঞ্চল্যকরভাবে জানা যাচ্ছে, গত 24 ঘন্টায় দেশে যত মানুষে সংক্রামিত হয়েছেন করোনায়, তার অর্ধেকের বেশি কেরলের বাসিন্দা।

খুব স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যান সামনে আসায় চিন্তা বেড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। তাই তড়িঘড়ি অন্যান্য রাজ্যেও যাতে এরকম কোন পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক উঠে পড়ে লেগেছে, আর তাই এই কঠোর নির্দেশনামা। আপাতত অন্যান্য রাজ্যের সাথে সাথে পশ্চিমবঙ্গ কিভাবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ পালন করে, সেদিকে নজর থাকবে। তবে উপনির্বাচন নিয়ে যে একটি বড় প্রশ্ন চিহ্ন রয়েছে, তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কথায় নিঃসন্দেহে বলা যায়। সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ পড়ল বলা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!