এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে রথ যাত্রার সূচনা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পাল্টা কর্মসূচি তৃণমূলের

উত্তরবঙ্গে রথ যাত্রার সূচনা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পাল্টা কর্মসূচি তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যথেষ্ট চাপান-উতোর পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হলো বিজেপির রথযাত্রা বা পরিবর্তন যাত্রা কর্মসূচি। নদিয়া থেকে শুরু হয়েছে এই রথযাত্রা। আবার আগামী ১১ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার উত্তরবঙ্গে শুরু হতে চলেছে এই রথযাত্রা। সেদিন কোচবিহার থেকে রথযাত্রা কর্মসূচির সূচনা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহারের রাসমেলা ময়দান থেকে শুরু হবে এই রথযাত্রা। এদিকে সেদিন পাল্টা কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। সেদিন দুই প্রতিদ্বন্দ্বীর রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ঘুম উড়ছে পুলিশের।

আগামী বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালের দিকেই বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে এসে পৌঁছাবেন কোচবিহার রাস মেলা প্রাঙ্গণে। সেদিন সকাল দশটার সময় মদনমোহন ঠাকুরবাড়িতে পুজো দিতে চলেছেন তিনি। মদনমোহন বাড়িতে পুজোর পর রাসমেলা ময়দানে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর উত্তরবঙ্গে রথযাত্রার সূচনা করতে চলেছেন তিনি। পরিবর্তন যাত্রা কর্মসূচি আগামী বৃহস্পতিবার বেলা এগারটা থেকে সাড়ে বারোটার মধ্যে সূচনা হবার সম্ভাবনা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আগামী বৃহস্পতিবার পাল্টা কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। সেদিন কোচবিহার শহরে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিতে চলেছে তৃণমূল। যুব তৃণমূল কর্মীরা সেদিন কোচবিহার শহরে প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথে শিবির করতে চলেছেন। তৃণমূলের ছাত্র, যুব, মহিলা সংগঠনের সদস্যরা সেদিন শহরের গান্ধী মূর্তির পাদদেশে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে চলেছেন। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের সদস্যরা ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে চলেছেন।

রাসমেলা প্রাঙ্গণ থেকে এই দুই জায়গাই অত্যান্ত নিকটবর্তী। দুই প্রতিদ্বন্দ্বী দলের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো সংঘর্ষ না বাধে, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত ঘুম উড়ছে পুলিশের। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় এ প্রসঙ্গে জানালেন যে, তাঁরা প্রথম থেকেই রাস্তায়। আজ থেকে শুরু করে আগামী ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের একাধিক কর্মসূচি রয়েছে। ১১ ই ফেব্রুয়ারি কে আসছেন? তা তিনি জানেন না। তাঁরা তাঁদের কর্মসূচি ধারাবাহিক ভাবে পালন করবেন।

অন্যদিকে গতকাল রাসমেলা প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে এসেছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্র নাথ বসু। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, তৃণমূল যেটাই করুক না কেন? মানুষের মন থেকে উঠে গেছে তারা। ২০১৮ সালের ডিসেম্বর মাসে কোচবিহার থেকে অমিত শাহের গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দেয়নি রাজ্য সরকার। তার জবাব দিয়েছেন মানুষ। আবার যদি গন্ডগোল বাধায় তার উত্তরও মানুষ দেবেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!