এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উত্তরবঙ্গের এই জেলা কি হয়ে উঠেছে অবৈধ অস্র পাচারকারীদের স্বর্গরাজ্য? বারবার গ্রেপ্তারের ঘটনায় ঘুম উড়ছে প্রশাসনের

উত্তরবঙ্গের এই জেলা কি হয়ে উঠেছে অবৈধ অস্র পাচারকারীদের স্বর্গরাজ্য? বারবার গ্রেপ্তারের ঘটনায় ঘুম উড়ছে প্রশাসনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদা থেকে একাধিকবার গ্রেফতার হলো অবৈধ অস্ত্র পাচারকারী। এরসঙ্গে একাধিকবার উদ্ধার করা হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। গতকাল রাতে মানিকচক থানার শঙ্করতলা ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হল বেশ কয়েকজন অবৈধ অস্ত্র পাচারকারীকে। ইতিপূর্বে এই জেলার কালিয়াগঞ্জ ও হরিশ্চন্দ্রপুর থেকে অবৈধ অস্ত্র কারবারিদের গ্রেপ্তার করা হয়েছিল। তাদের কাছ থেকেও প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গিয়েছিল।

গোপন সূত্রে জানতে পেরে, গতকাল রাতে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মালদহ জেলার মানিকচক থানার শঙ্করতলা ঘাট এলাকায় অভিযান চালায়। পুলিশের অভিযানে ধরা পরে ৩ অবৈধ অস্ত্র পাচারকারী। যাদের মধ্যে একজন মালদহের বাসিন্দা। মালদহের ভুতনি এলাকাতে তার বাড়ি। অপর দু’জন পাচারকারী ঝাড়খণ্ডের বাসিন্দা। যাদের কাছ থেকে ৬ টি এমএম পিস্তল, ১০ টি ম্যাগাজিন ও ৯০ রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে মালদহের পুলিশ সুপার জানিয়েছেন যে, গতকাল অবৈধ অস্ত্র পাচারকারী যারা ধরা পড়েছে, তাদের জেরা করা হচ্ছে। কোথা থেকে এই অস্ত্রগুলো আনা হয়েছিল? কাদের জন্য এই অস্ত্রগুলো আনা হয়েছিল? সে বিষয় গুলির খোঁজ নিচ্ছে পুলিশ। আবার গত শুক্রবার রাতে হরিশ্চন্দ্রপুরের গোবরা ঘাট এলাকায় পুলিশের অভিযান চলে। এখানে অবৈধ অস্ত্র কারবারের আগাম খবর পেয়েছিলো পুলিশ।

হরিশ্চন্দ্রপুর থেকে সেদিন দু’জন সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের কাছে পাওয়া গেছে দুটি রাইফেল, দুটি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ। এই দুই অভিযুক্ত হলো মানিকচকের ধরমপুর এলাকার স্থানীয় বাসিন্দা। হরিশ্চন্দ্রপুরের গোবরা ঘাট থেকে যাদের পুলিশ পাকড়াও করে। এই এলাকাটি বাংলা ও বিহারের সীমানায় অবস্থিত। পুলিশের সন্দেহ বিহার থেকে আনা হয়েছিল এই অস্ত্রগুলি। একাধিকবার এভাবে মালদা থেকে অবৈধ অস্ত্র পাচারকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

আবার, গত ২৩ সে জানুয়ারি কালিয়াচক থেকে বেশকিছু অবৈধ অস্ত্র কারবারিকে পুলিশ পাকড়াও করে। বেআইনি অস্ত্র কারখানায় হদিস পায় পুলিশ। এখান থেকে বেশ কয়েকটি পিস্তল, কয়েকটি অসমাপ্ত আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদা থেকে এধরনের বেআইনি অস্ত্র কারবারের অভিযোগ বারবার সামনে আসায় যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন। অনেকে মনে করছেন যে, বিহার সীমানাবর্তী উত্তরবঙ্গের এই জেলাটি অবৈধ অস্ত্র পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!