উত্তরবঙ্গের গেরুয়া দূর্গ আরও দুর্ভেদ্য করতে আসরে নামছেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি উত্তরবঙ্গ বিজেপি রাজনীতি রাজ্য January 25, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আশাতীত সাফল্য লাভ করেছিল বিজেপি। উত্তরবঙ্গের অধিকাংশ আসন বিজেপির করায়ত্ত হয়েছিল। আগামী বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে ভালো ফল লাভের চেষ্টায় উদ্যত বিজেপি। আবার, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গুলির মধ্যে কোচবিহারে গত লোকসভা নির্বাচনে পরিবর্তনের ঢেউ প্রবল ভাবে আছড়ে পড়েছিল। এরপর জেলাতে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে বহুগুণে। শাসকদলের কাছে হয়ে দাঁড়িয়েছে চ্যালেঞ্জ স্বরূপ। আগামী বিধানসভা নির্বাচনে এই জেলায় পরিবর্তনের সুনামি আনতে জেলায় পরিবর্তন যাত্রা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা স্বয়ং। আগামী মাসেই কোচবিহারে আসার সম্ভাবনা শোনা যাচ্ছে তাঁর দলীয় সূত্রে। শোনা যাচ্ছে পরিবর্তন যাত্রা কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে তিনিই আসতে পারেন এই জেলায়। এই কর্মসূচির উদ্দ্যশ্যে ইতিমধ্যেই কমিটি নির্মাণসহ যাবতীয় পদক্ষেপ নিতে শুরু করেছে কোচবিহার জেলা বিজেপি। কোচবিহারে বিজেপি সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছে বহুগুণে, চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শাসকদল তৃণমূল কাছে। সাংগঠনিক শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দলের প্রচার কার্যও শুরু করে দিয়েছে বিজেপি। এদিকে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের হয়ে প্রচার ও শাসকদলের বিরুদ্ধে প্রচারের উদ্দ্যেশ্যে পরিবর্তন যাত্রা কর্মসূচির পরিকল্পনা নিয়েছে বিজেপি। কোচবিহার থেকে শুরু হতে চলেছে তার একটি অংশ। বস্তুত, উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রা শুরু হতে চলেছে এই কোচবিহারকে ঘিরেই। আর, এখানেই নেতৃত্ব দিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলের নেতা-কর্মীর মনোবল বৃদ্ধি করে উত্তর বঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বাজাতে চলেছেন তিনি এই কর্মসূচিকে ঘিরে। বিজেপি সূত্রে জানা গেছে, কোচবিহারের প্রবাদপ্রতিম মদনমোহন মন্দিরে পুজো দিয়ে পবিত্র রাসমেলার ময়দান থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ বের হবে। এই পরিবর্তন যাত্রা কোচবিহারের নটি বিধানসভা কেন্দ্রতে যাবে। কোচবিহারের প্রচারকার্য শেষ করে রথ চলে যাবে আলিপুরদুয়ার জেলায়। চার দিন ধরে এই কর্মসূচি থাকবে জেলায়। পরিবর্তন যাত্রায় বিজেপির কেন্দ্র, রাজ্য, জেলা স্তরের নেতারা উপস্থিত থাকবেন। এ বিষয়ে আলোচলায় সম্প্রতি শিলিগুড়িতে এক বৈঠক বসে ছিল। কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে ইতিমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করে নিয়েছে বিজেপি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - জানা গেছে এই কর্মসূচির উদ্দেশ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনিক ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, যানবাহন ব্যবস্থা, জনসভা, পথসভা সহ বিভিন্ন বিষয়গুলি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এজন্য একাধিক সাব কমিটিও তৈরি করা হয়েছে। জেলার বাইরে থেকে রথ আসবে। তবে রথ কবে জেলায় পৌঁছাবে? তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে নির্দিষ্ট সময়ের পূর্বেই রথ এসে যাবে। এমনটা জানা যাচ্ছে । পরিবর্তন যাত্রার রথ জেলায় যে সমস্ত রাস্তা দিয়ে বেরোবে, তার একটি রোডম্যাপ পর্যন্ত তৈরি হয়ে গেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এ কর্মসূচির সূচনা হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বিজেপি সূত্রে জানা গেছে যে, রথ প্রথম দিনে রাসমেলা ময়দান থেকে বাণেশ্বর হয়ে পুণ্ডিবাড়ি, ঘোকসাডাঙা, পারাডুবিতে যাবে। পরদিন রথ যাবে মাথাভাঙা, গোসাঁইয়েরহাট, শীতলকুচি, সিতাই, গোসারিমারি, দিনহাটা, ভেটাগুড়ি। তৃতীয়দিন যাবে দেওয়ানহাট, ঘুঘুমারি, বাবুরহাট চেকপোস্ট, ডাউয়াগুড়ি, মারুগঞ্জ, চিলাখানা, তুফানঞ্জ, বক্সিরহাটে। আর শেষদিন রথ যাবে তুফানঞ্জ, নাগুরহাট, বোচামারি, কামাখ্যাগুড়ি। এরপর রথ চলে যাবে আলিপুরদুয়ার জেলাতে। বিজেপির এই কর্মসূচি প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা রায় জানালেন যে, পরিবর্তন যাত্রা কর্মসূচির উদ্দেশ্যে জেলায় ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। রথযাত্রা নিয়ে বিজেপি সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে। এ প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানালেন, মদনমোহন বাড়িতে পুজো দিয়ে রাসমেলা ময়দান থেকে পরিবর্তন যাত্রার রথ বের হবে। চতুর্থ দিন অর্থাৎ জেলা সফরের শেষ দিনে সকাল ১১ টায় রথ চলে যাবে আলিপুরদুয়ারে। পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করতে পারেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরা সব রকম ভাবেই তৈরি হচ্ছেন। তবে, সর্বভারতীয় সভাপতির আসার সম্ভাবনাই বেশি। আপনার মতামত জানান -