এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের জন্য বিশেষ দাবি নিয়ে কনভেনশনের আয়োজন বামফ্রন্টের এই শারিক দলের

উত্তরবঙ্গের জন্য বিশেষ দাবি নিয়ে কনভেনশনের আয়োজন বামফ্রন্টের এই শারিক দলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –উত্তরবঙ্গ ভাগের প্রয়োজন নেই, উত্তরবঙ্গের জন্য বিধিবদ্ধ ভাবে গঠন করা হোক উন্নয়ন পর্ষদ, এমনই দাবি জানাতে দেখা গেল বামফ্রন্টের শরিকদল ফরওয়ার্ড ব্লককে। গতকাল রবিবার জলপাইগুড়ির নেতাজি ফাউন্ডেশন সভাকক্ষে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে ফরওয়ার্ড ব্লক নেতাদের বিশেষ বৈঠক আয়োজিত হল। উত্তরবঙ্গ উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানার যেখানে দেখা গেলো। ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার নেতা অক্ষয় ঠাকুর, জলপাইগুড়ি জেলার নেতা গোবিন্দ রায় সহ বহু নেতৃত্ব উপস্থিত ছিলেন বৈঠকে।

এই বৈঠকের উত্তরবঙ্গের জন্য বিধিবদ্ধ উন্নয়ন পরিষদ গঠনের জোরালো দাবি জানানো হয়েছে। উত্তরবঙ্গের উন্নয়নের উদ্দেশ্যে একটি বিশেষ টিম গঠনও করা হয়েছে। এ প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য তথা জলপাইগুড়ি জেলার নেতা গোবিন্দ রায় জানিয়েছেন যে, উত্তরবঙ্গের বিপুল প্রাকৃতিক সম্পদ কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে চায় বিজেপি। এ কারণে বিজেপি তাদের সাংসদদের নিয়ে উত্তরবঙ্গকে আলাদা করার দাবি করছে। তাঁরা এই চক্রান্তের বিরোধিতা করছেন।

তাঁদের দীর্ঘদিনের দাবি উত্তরবঙ্গে আলাদাভাবে বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠিত হোক। এই দাবিকে সামনে রেখে তাঁদের এই কনভেনশন। তিনি ও অক্ষয় ঠাকুর দুজনে মিলে একটি কমিটি গঠন করেছেন। একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। উত্তর বঙ্গের সমস্ত জেলার সমস্ত তথ্য সংগ্রহ করে কমিটির কাছে জানাবে এই টিম। আগামী ১৫ ই আগস্ট থেকে শুরু করে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতে ব্লক ভিত্তিক ও জেলা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, ফরওয়ার্ড ব্লকের এই পদক্ষেপকে তেমন একটা গুরুত্ব দেয়নি রাজ্যের শাসক দল তৃণমূল। এপ্রসঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী জানিয়েছেন যে, বামফ্রন্ট সরকারের শরিক ছিল ফরওয়ার্ড ব্লক। ৩৪ বছর ধরে যারা রাজ্য শাসন করেছে। কিন্তু সেই সময় উত্তরবঙ্গের কোন উন্নয়ন করেনি। সে সময়ে বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠনের কোন দাবি করেন নি, কোন কনভেনশন করেন নি। তাঁরা তখন শীতঘুমে চলে গিয়েছিলেন। এখন বিজেপি আলাদা রাজ্য গঠনের দাবি জানাতে ঘুম ভেঙেছে।

ঘুম ভেঙে দেখছে যে, তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় ফিরে এসেছে। তাই আর কি করবে? কনভেনশন করে এখন মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা হচ্ছে। উত্তরবঙ্গের জন্য আলাদা মন্ত্রক তৈরি করে উত্তরবঙ্গে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আলাদা করে উন্নয়ন পর্ষদ গঠনের কোন প্রয়োজন নেই। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ঘুরপথে আলাদা রাজ্যের দাবিকে সামনে আনার চেষ্টা করছে ফরওয়ার্ড ব্লক। তৃণমূল যার বিরোধীতা করছে।

প্রসঙ্গত, গতমাসে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জণ বার্লা উত্তরবঙ্গ ভাগের দাবি তুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, উত্তরবঙ্গকে একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক। তাহলেই উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। তাঁর এই দাবি রাজনৈতিক মহলে ফেলে দিয়েছে তীব্র শোরগোল। তবে, এটাও অনেকে মানছেন যে, উত্তরবঙ্গের জন্য যে উন্নয়ন প্রয়োজন, তা এখনো অধরাই রয়ে গেছে। এবার ফরওয়ার্ড ব্লকের এই কনভেনশন উত্তরবঙ্গের জন্য বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠনের দাবি, সেদিকেই ইঙ্গিত করছে বলে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!