এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তর দিনাজপুরে পুরোন ‘ম্যাজিক’ ফেরত আনতে বুথস্তর থেকেই সংগঠন বদলে যাচ্ছে কংগ্রেসের

উত্তর দিনাজপুরে পুরোন ‘ম্যাজিক’ ফেরত আনতে বুথস্তর থেকেই সংগঠন বদলে যাচ্ছে কংগ্রেসের


একদা কংগ্রেস গড় বলেই পরিচিত ছিল উত্তর দিনাজপুর জেলা। প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি খাসতালুকে এখন শুধুই ঘাসফুলের রমরমা। গুটিকয়েক পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ বিধানসভা ছাড়া এই জেলায় কার্যত অস্তিস্তবিহীন কংগ্রেস। কিন্তু আর নয়, শক্ত হাতে জেলায় দলীয় সংগঠনকে চাঙ্গা করতে এবার ময়দানে নামার পরিকল্পনা নিচ্ছে হাত শিবির।

দলীয় সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে এই উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বুথ কমিটি তৈরির পাশাপাশি প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়ে দলীয় নেতৃত্বদের সাথে বৈঠকের পরিকল্পনা নিচ্ছে কংগ্রেস।  শুধু তাই নয়, জেলা কংগ্রেস নেতাদের প্রতিটি বিধানসভায় পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করারও সিদ্ধান্তও নিয়েছে দল।

এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, “আমরা বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করার কাজ শুরু করেছি। জেলার বিভিন্ন প্রান্তের মানুষের সাথেও গিয়েও কথা বলছি।” তাহলে এতদিন কি এই মরচে ধরা সংগঠনের জন্যই এই জেলায় কংগ্রেস দাগ কাটতে পারেনি? এই প্রশ্নের উত্তরে মোহিত সেনগুপ্ত বলেন, “বিগত নির্বাচনে তৃনমূল সন্ত্রাস করে জিতেছে। কিন্তু লোকসভায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। তাই এবারে আর এমনটা হবে না।”

অন্যদিকে জেলায় সংগঠন তৈরিতে দ্বায়িত্ব পাওয়া উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের অন্যতম নেতা পবিত্র চন্দ বলেন, “দল যেসব এলাকায় আমাকে দ্বায়িত্ব দিয়েছে, সেখানে সংগঠনের শ্রীবৃদ্ধিই আমার লক্ষ্য। লোকসভা নির্বাচনে দল যাতে এখানে ভালো ফল করে সেই কাজ করে যাব।”  সব মিলিয়ে এবার প্রিয়- গড় উত্তর দিনাজপুরে তৃনমূলের বিরুদ্ধে লড়তে সংগঠনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিচ্ছে হাত শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!