এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তর প্রদেশ সরকারের বিজ্ঞাপনে পশ্চিমবঙ্গের প্রকল্পের ছবি, প্রবল কটাক্ষের মুখে গেরুয়া শিবির

উত্তর প্রদেশ সরকারের বিজ্ঞাপনে পশ্চিমবঙ্গের প্রকল্পের ছবি, প্রবল কটাক্ষের মুখে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছর যে রাজ্যগুলিতে রয়েছে বিধানসভা নির্বাচন, তার মধ্যে অন্যতম হলো উত্তর প্রদেশ। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে এখনই তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির। এই উপলক্ষে উত্তরপ্রদেশে উন্নয়নের বিজ্ঞাপন দেয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। কিন্তু সেখানে একটি উড়ালপুলের ছবি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০১৭ সাল থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে কি কি উন্নয়ন হয়েছে? তা ছবিতে তুলে ধরা হয়েছিল একটি সর্বভারতীয় দৈনিকে। তৃণমূলের অভিযোগ এই বিজ্ঞাপনে উড়ালপুলের যে ছবি ব্যবহার করেছে, তা উত্তর প্রদেশের নয়, তা কলকাতার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, কলকাতার মা উড়ালপুলের ছবি এখানে ব্যবহার করা হয়েছে। এর আশেপাশের বড় বড় বিল্ডিং এর ছবিও ব্যবহার করা হয়েছে এখানে। বিজ্ঞাপনের এই ছবি নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি অভিযোগ করেছেন যে, যোগী আদিত্যনাথের কাছে উত্তরপ্রদেশের উন্নয়নের অর্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে চলা বাংলার ছবি চুরি করা। আর সেই ছবি নিজের বলে চালানো। বিজেপির শক্তিশালী ঘাঁটিতেও ডাবল ইঞ্জিন মডেল ব্যর্থ হয়ে গেছে, এটা প্রমাণিত।

বিষয়টি নিয়ে প্রবল রাজনৈতিক তরজার সূত্রপাত ঘটেছে। এ প্রসঙ্গে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংহ জানিয়েছেন যে, এমন উন্নয়ন না কেউ দেখেছে, না কেউ শুনেছে। কলকাতার ফ্লাইওভার উপরে লাখনৌ এনেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু বিজ্ঞাপনে আনলে কী হবে? এনেছেন তো তিনি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভুলবশত এই ধরনের কাজ হয়েছে। এই ধরনের বিজ্ঞাপনের দায়িত্ব থাকে এজেন্সির হাতে। এজেন্সির ভুলে যদি এই ধরনের ছবি ব্যবহার করা হয়, তবে সরকারকে দোষারোপ করা যায় না। পরবর্তীতে ভুল স্বীকার করেছে সর্বভারতীয় এই সংবাদপত্র। সর্বভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে অসাবধানতা বশত ভুল ছবি ছাপা হয়েছে। ভুলের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে সংবাদপত্রের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!