এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গে করোনা মোকাবিলায় ব্যাপক নিয়োগ! ঘোষনা মমতার!

উত্তরবঙ্গে করোনা মোকাবিলায় ব্যাপক নিয়োগ! ঘোষনা মমতার!


এতদিন করোনা মোকাবিলায় দক্ষিণবঙ্গের দিকে বেশি মনোযোগী হয়েছিল রাজ্য সরকার। তবে সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করোনাতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যুর পরেই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। যার পরেই সেই উত্তরবঙ্গের দিকে বেশি মনোযোগ হতে শুরু করে রাজ্য। বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অনেকের পক্ষ থেকে দাবি তুলতে দেখা যায় যে, উত্তরবঙ্গের দিকে একটু সরকার নজর দিক। আর যখন করোনার ভয়াবহতা বাড়তে শুরু করেছে, ঠিক তখনই এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে 30 জন হাউস স্টাফ নিয়োগ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন নবান্নের সভাগৃহে প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে তাদের বর্তমান হাউস স্টাফের সংখ্যা জানানো হয়। আর এরপরই মুখ্যমন্ত্রী সেই হাসপাতাল কর্তৃপক্ষকে আরও 30 জন হাউস স্টাফ নিয়োগের অনুমতি দেন। যার ফলে এই করোনা মোকাবিলায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তরফ থেকে কাজ করতে আরও অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলছেন, দক্ষিণবঙ্গের পাশাপাশি এখন উত্তরবঙ্গের করোনায় আক্রান্ত এবং ভয়াবহতার সংখ্যা বাড়তে শুরু করেছে। তাই এখন থেকেই যদি রাশ না টানা যায়, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি বেগতিক হয়ে উঠতে পারে। তাই বেশি পরিমাণে স্টাফ নিয়োগ করে সরকারের পক্ষ থেকে এখন এই পদক্ষেপ গ্রহণ করোনাকে কতটা আটকাতে পারে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!