এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গ সফর শেষে করোনা আবহেও রাজ্যবাসীর জন্য বড়সড় সুখবর দিলেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি

উত্তরবঙ্গ সফর শেষে করোনা আবহেও রাজ্যবাসীর জন্য বড়সড় সুখবর দিলেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা আবহের কারণে পর্যটক প্রেমী জনসাধারণ অবসাদে ভুগতে শুরু করেছেন। লকডাউনের কারণে বন্ধ সমস্ত পর্যটনকেন্দ্র ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্র সচল করার কথা ভাবছে সরকার। ইতিমধ্যেই আনলক 4 ঘোষণা করে বেশ কিছু ক্ষেত্র খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিমান থেকে মেট্রো, রেল পরিষেবা খোলার ব্যাপারে সবুজসংকেত দেওয়া হচ্ছে। আর এমত পরিস্থিতিতে পর্যটকদের খুশির খবর দিয়ে পুজোর আগেই রাজ্যের সমস্ত উদ্যান খুলে দেওয়ার আভাস দিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, শুক্রবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের বনকর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। আর সেখানেই আগামী সাত দিনের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন পার্কের আধিকারিক এবং দায়িত্বপ্রাপ্ত অফিসাররা মন্ত্রীকে রিপোর্ট দেবেন বলে সিদ্ধান্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যখন ধীরে ধীরে সমস্ত ক্ষেত্রে খুলতে শুরু করেছে, তখন পর্যটনপ্রেমীদের মুখে হাসি ফুটিয়ে উদ্যানগুলো খোলা কি একেবারেই সম্ভব নয়?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “পুজোর আগেই যাতে এই রাজ্যের ন্যাশনাল পার্ক আর কটেজগুলো খুলে দেওয়া যায়, তার চেষ্টা চালাচ্ছি। এখনও পর্যন্ত বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। কলকাতায় পৌঁছে চূড়ান্ত বৈঠক করেই তারপরেই আমরা সিদ্ধান্ত নেব। করোনা পরিস্থিতিতে রাজ্যের পর্যটনের অনেক ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ন্যাশনাল পার্কগুলো পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় জায়গা সেপ্টেম্বরের 15 তারিখের পরেই পার্কগুলো খোলা সম্ভব কিনা, সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। যদি খোলা যায়, তাহলে প্রটোকল মেনে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই সব ঠিক করতেই মিটিং ডাকা হয়েছিল। চেষ্টা করছি, পুজোর আগেই সাধারন মানুষকে একটা সুখবর দিতে।”

তাহলে কি অবশেষে উদ্যান খোলার ক্ষেত্রে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার? একাংশের মতে, করোনা পরিস্থিতি কতদিন চলবে, তা কেউ জানেন না। তবে এর মধ্যে যদি জনজীবন কিছুটা হলেও স্বাভাবিক করা না যায়, তাহলে গৃহবন্দি মানুষ আরও অবসাদে ভুগতে শুরু করবেন।

তাই এমত পরিস্থিতিতে আনলক 4 এ যখন বিভিন্ন ক্ষেত্র ধীরে ধীরে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে, তখন উদ্যান খোলার ক্ষেত্রেও এবার বৈঠকে বসল রাজ্যের বনদপ্তর। এখন সাধারণ পর্যটন প্রেমী মানুষকে খুশির খবর দিয়ে কবে পাকাপাকিভাবে রাজ্যের বিভিন্ন পার্ক থেকে শুরু করে বনবিভাগগুলো খুলে যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!