এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের দুই জেলায় প্রকাশ্যে তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দল, উদ্বেগ বাড়ছে দলের

উত্তরবঙ্গের দুই জেলায় প্রকাশ্যে তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দল, উদ্বেগ বাড়ছে দলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলের গোষ্ঠী কোন্দল তীব্র আকার ধারণ করেছে। দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন দলের একাধিক নেতা-নেত্রী। একদিকে যেমন আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে দলকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব, অন্যদিকে ক্রমাগত গোষ্ঠী কোন্দল ক্রমশ বিপাকে ফেলে দিচ্ছে দলকে। এই পরিস্থিতিতে মালদহ জেলার গাজোলে তৃণমূল যুব নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে দলের পদ থেকে ইস্তফা দিলেন মালদহ যুব তৃণমূল অঞ্চল সভাপতি সহ ১২ জন তৃণমূল যুব নেতা। অন্যদিকে কোচবিহার জেলার মাথাভাঙাতে তৃণমূলের দুয়ারে সরকার কর্মসূচির ঠিক আগে পাওয়া গেল তিনটি তাজা বোমা। বোমার গায়ে স্পষ্ট লেখা আছে জেলার দুজন তৃণমূল নেতাকে অবহেলা করার জন্য, বন্ধ করে দিতে হবে দুয়ারে সরকার কর্মসূচি।

প্রসঙ্গত মালদহ জেলার গাজোলে তীব্র আকার ধারণ করেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গাজোলের হেভিওয়েট তৃণমূল যুব নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনলেন দলেরই একাংশ। যুবনেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে যুব তৃনমূলের অঞ্চল সভাপতি সহ ১২ জন তৃণমূল যুব নেতা দলের পদ থেকে ইস্তফা দিলেন। বিক্ষুব্ধরা জানিয়েছেন, ব্লক যুব তৃণমূল সভাপতি তোলাবাজির কারবারের সঙ্গে যুক্ত আছেন।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত নিরব গাজোলের ব্লক যুব তৃণমূল সভাপতি।যুব তৃণমূল নেতার নামে তোলাবাজির অভিযোগ বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান না হয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে দল। এ প্রসঙ্গে, মালদহ জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তোলাবাজ, সিন্ডিকেট ও মাফিয়াদের দলে পরিণত হয়েছে শাসকদল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, কোচবিহার জেলার মাথাভাঙার নয়ারহাট থেকে পুলিশ উদ্ধার করল তিনটি তাজা বোমা। আজ নয়ারহাটে দুয়ারে সরকার কর্মসূচির ঠিক পূর্বে সকালে গ্রামবাসীরা এই বোমাগুলোকে মাঠে পড়ে থাকতে দেখে ছিলেন। মাঠে বোমা পড়ে থাকতে দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে। বোমাগুলোর গায়ে সাঁটা কাগজে লেখা আছে, পার্থ প্রতিম রায় ও মহেন্দ্র বর্মনকে অবহেলা করার কারণে এই কর্মসূচি বন্ধ করে দিতে হবে।

যদি এই কর্মসূচি বন্ধ করা না হয়, তবে দেখে নেবার হুমকি দেয়া হয়েছে। বোমা পাবার ঘটনা প্রসঙ্গে মাথাভাঙ্গা ১ এ ব্লকের তৃণমূল সভাপতি মহেন্দ্র বর্মন জানিয়েছেন যে, তৃণমূলের উন্নয়নমূলক কর্মসূচিকে নষ্ট করে দিতেই এ ধরনের ষড়যন্ত্র করেছে বিজেপি। তবে, স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে বোমা দেবার ঘটনা ঘটেছে। এরসঙ্গে বিজেপির কোন যোগ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!