এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ব্লক স্তরের কর্মীদের বদলি শুরু হতেই – তীব্র আন্দোলন উত্তরবঙ্গে, বাড়ছে জল্পনা

ব্লক স্তরের কর্মীদের বদলি শুরু হতেই – তীব্র আন্দোলন উত্তরবঙ্গে, বাড়ছে জল্পনা

উন্নয়নের কাজে যাতে দুর্নীতি বাধা হয়ে না দাঁড়ায় তার কারণে রাজ্যের সকল প্রশাসনিক আধিকারিকদের রাজধর্ম পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রশাসনিক বৈঠকে এই ব্যাপারে দলীয় নেতা থেকে প্রশাসনিক কর্তাদের বিভিন্ন সময়ে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এবার দায়িত্ব নিয়েই সাহসিকতার সাথে সেই দুর্নীতিকে ছেঁটে ফেলার আপ্রাণ চেষ্টায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের নতুন বিডিও সুশান্ত মাইতি।

প্রসঙ্গত উল্লেখ্য, সিদ্ধান্ত সুব্বার বদলির পড়েই এই ব্লকের বিডিও হিসেবে দায়িত্ব নেন সুশান্ত মাইতি। আর দায়িত্ব নিয়েই বিভিন্ন দপ্তরের ফাইলপত্র তদারকি করতে গিয়ে 100 দিনের কাজ বাংলা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কিছু কিছু কর্মীর বিরুদ্ধে অনিয়ম তাঁর নজরে আসে। আর এরপরই বিন্দুমাত্র কালক্ষেপ না করে সেই সমস্ত কর্মীদের সম্পর্কে খোঁজখবর নিয়ে তাদের একটি নামের তালিকা তৈরি করেন সুশান্তবাবু। আর এরপরই উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে বদলির নির্দেশ আসতেই সেই কর্মীদের নামের পাশে সই করে দেন তিনি। তবে শুধু পঞ্চায়েত সমিতিই নয়, তপন ব্লকের 11 টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে থাকা অফিসার এবং কর্মীদেরও বদলি করতে শুরু করেছেন এই সুশান্ত পাত্র। আর বিডিওর এহেন কার্যকলাপে প্রবল খুশি রাজনৈতিক দল থেকে তপন ব্লকের বাসিন্দারা।

এদিন এ প্রসঙ্গে তৃণমূলের তপন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস মন্ডল বলেন, “পঞ্চায়েতের একাংশ কর্মীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ উঠেছিল। বিডিও সাহেবের এই উদ্যোগকে আমরা সত্যিই সাধুবাদ জানাই।” অন্যদিকে বিডিও সাহেবের এহেন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ তপনের আরএসপি জোনাল কমিটির সম্পাদক বিমল তরফদারও।

কিন্তু প্রশাসনে রাজনীতিকরনের অভিযোগে যখন বিরোধীদের তরফে জর্জরিত হচ্ছে শাসকদল, ঠিক তখনই সাহসিকতার সাথে অনেক কর্মীকে দুর্নীতির অভিযোগে ঠিক কোন ম্যাজিকে ছাঁটাই করলেন তিনি? এদিন এই প্রসঙ্গে সেই তপন ব্লকের বিডিও সুশান্ত মাইতি বলেন, “দায়িত্ব নেওয়ার পর অনেক কর্মীর বেশ কিছু কাজে অনিয়ম সামনে আসে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিছু কর্মীর গায়ে রাজনৈতিক দলের তকমাও লেগে যায়। যার ফলে ব্লকের উন্নয়ন পিছিয়ে পড়ছিল। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এমন পদক্ষেপ নিয়েছি।” সব মিলিয়ে দুর্নীতির অভিযোগে ব্লক স্তরের কর্মীদের বদল করে তাক লাগিয়ে দিলেন তপনের বিডিও সুশান্ত মাইতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!