এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গ এখনও বিজেপিরই! মেগা রালীর পর রীতিমতো ফুটছে গেরুয়া শিবির

উত্তরবঙ্গ এখনও বিজেপিরই! মেগা রালীর পর রীতিমতো ফুটছে গেরুয়া শিবির

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই একাধিকবার কলকাতায় পদযাত্রা করে এই বিষয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোভাবেই বাংলায় তিনি এনআরসি হতে দেবেন না বলে দাবি তুলেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের এনআরসি বিরোধী প্রচারকে দমিয়ে দিতে পাল্টা ময়দানে নেমেছে ভারতীয় জনতা পার্টি।

ইতিমধ্যেই দলের সর্বভারতীয় কার্যকরী সভাপতিকে এনে কলকাতায় জমকালো মিছিল করেছে গেরুয়া শিবির। আর সেই মিছিলের বহর ও জনসমাগম অস্বস্তিতে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। তবে শুধু কলকাতা নয়, গত মঙ্গলবার উত্তরবঙ্গের শিলিগুড়িতেও নাগরিকত্ব সংশোধনী আইনের স্বপক্ষে বিশাল মিছিল করতে দেখা গেছে পদ্ম শিবিরের নেতাদের।

যেখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। কলকাতার মত উত্তরবঙ্গেও বিজেপির এনআরসির স্বপক্ষে মিছিল এবং জনসমাগম রীতিমতো উজ্জীবিত করেছে ভারতীয় জনতা পার্টির নেতাদের। লোকসভা নির্বাচনের পর ছয় মাস কাটতে না কাটতেই রাজ্যে অনুষ্ঠিত হওয়া তিন বিধানসভা উপনির্বাচনে বিজেপি ধাক্কা খেয়েছিল। যার ফলে অনেকে ভেবেছিলেন, এবার হয়ত বাংলা থেকে গেরুয়া ঝড় উড়ে যাবে।

কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতার পর উত্তরবঙ্গে শিলিগুড়িতে এনআরসির পক্ষে বিজেপির মিছিল এবং জনসমাগম দেখে অনেকেই ভাবছেন, উত্তরবঙ্গ এখনও সেই বিজেপির উপরেই ভরসা রাখছে। আর তাইতো এনআরসির বিরুদ্ধে তৃণমূল প্রচার করলেও, শিলিগুড়িতে এনআরসির পক্ষে মিছিলে ব্যাপক জনসমাগম করে বিজেপি প্রমাণ দিল, পদ্ম ফুটতে শুরু করেছে। আর শিলিগুড়িতে বিজেপির মিছিলে যে জনসমাগম হয়েছে, তা যাতে ধরে রাখা যায়, তার জন্য এখন দলীয় স্তরে আলোচনা শুরু করেছে বিজেপি নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা 2021 সালে বিধানসভা নির্বাচনে এই জনসমাগম তাদের বাড়তি অক্সিজেন যোগাবে। ফলে সেদিক থেকে এখন থেকেই এই বিপুল সমাগম নিজেদের বাগেই রাখতে চাইছেন পদ্ম শিবিরের নেতারা। অনেকে বলছেন, এনআরসি স্বপক্ষে বিজেপির মিছিলে লোক হলেও, সংগঠন যদি বিজেপি শক্তিশালী না করে, তাহলে সাফল্য পাওয়া যাবে না।

কেননা শিলিগুড়িতে তারা এই মিছিল করলেও, কয়েক মাস পর অনুষ্ঠিত হওয়া শিলিগুড়ি পৌরসভার নির্বাচনে যদি বিজেপি সাফল্যের ধারা বজায় রাখতে না পারে, তাহলে বিধানসভা নির্বাচনের আগে তাদের মুখ অনেকটাই পুড়বে। যদিও বা এই মিছিল এবং তাদের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, “অনেক সংগঠন আমাদের সাহায্য করেছে। এমন অনেক লোক মিছিলে ছিলেন, যাদের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এত বড় কর্মযজ্ঞ সাংগঠনিক শক্তি ছাড়া হয় নাকি! আমরা মিছিলের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। সিএএ লাগু হলে আমরা দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকব। এনিয়ে আমাদের আলোচনা হয়েছে।”

তবে বিজেপির এই এনআরসির স্বপক্ষে থাকা মহামিছিলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, “ওরা তো বাইরে থেকে টাকা দিয়ে লোক এনে মিছিল করেছে। ওদের মিছিল নিয়ে ভাবছি না। আমরা মানুষকে সংগঠিত করার কাজ করছি।” তবে রঞ্জনবাবু যে কথাই বলুক না কেন, হিন্দি সিনেমার উক্তি অনুযায়ী, “জো জিতা ওহি সিকান্দার।”

সেদিক থেকে বিজেপি তাদের মিছিলে ব্যাপক জনসমাগম দেখিয়ে দেওয়ায়, তৃণমূল এখন কিছুটা হলেও ব্যাকফুটে। ফলে সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। তবে ভোটের লড়াই অন্যরকম। তাই শেষ পর্যন্ত নির্বাচনে এই জনসমাগম কাদের পক্ষে যায়! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!