এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর পা পড়তেই শুরু হয়েছে স্পর্শকাতর ও ক্রিটিক্যাল বুথের চিহ্নিতকরণ

উত্তরবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর পা পড়তেই শুরু হয়েছে স্পর্শকাতর ও ক্রিটিক্যাল বুথের চিহ্নিতকরণ

চলতি সপ্তাহের রবিবার লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশিত হয়ে গিয়েছে। প্রার্থীতালিকা প্রকাশ করার নিয়ে যখন চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন শাসকদলকে অস্বস্তিতে ফেলে রাজ্যের সবকটি বুথকে অতি স্পর্শকাতর দাবী করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় প্রতিনিধিরা।

বিজেপির আবেদনে সাড়া দিয়ে ভোটের আগে রাজ্যের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের আধিকারিকও পশ্চিমবঙ্গে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া লোকসভা ভোটের আচরণবিধিও প্রকাশ করা হয়েছিল ভোটের নির্ঘন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে। আর তারপর থেকে উত্তরবঙ্গে স্পর্শকাতর এবং ক্রিটিক্যাল বুথের চিহ্নিতকরণ করতে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে।

উত্তর দিনাজপুর জেলায় লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে নানাবিধ উদ্যোগ নিতে শুরু করেছে পুলিশ এবং জেলা প্রশাসন। বিভিন্ন থানা এলাকায় নাকা চেকিং বাড়ানো, অপরাধীদের তালিকা তৈরি করা, তাদের গ্রেপ্তার করা থেকে শুরু করে স্পর্শকাতর বুথের প্রাথমিক তালিকা প্রকাশের কাজও শুরু হয়েছে। শুক্রবার পর্যন্তও জেলার চোপড়ায় এক কোম্পানি বিএসএফ এসে পৌছেছে।

জেলা সূত্রের খবর, এখনো পর্যন্ত ৩৭৬ টি বুথকে স্পর্শকাতর এবং ৫৬১ টি বুথকে ক্রিটিক্যাল বুথ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিগত লোকসভা নির্বাচনের বিভিন্ন উত্তেজনামূলক ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি বিচার করেই বুথের চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে জেলায় মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল ৩২০ টি,ক্রিটিক্যাল বুথের সংখ্যা ছিল ৬৫২ টি।

জেলার পুলিস সুপার সুমিত কুমার জানিয়েছেন,এক কোম্পানি বিএসএফকে গতকাল চোপড়ায় পাঠানো হয়েছে। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রানা দেবদাস জানিয়েছেন, জেলায় থাকা মোট ২০৭৩টি বুথের মধ্যে এখনও পর্যন্ত জেলায় ৩৭৬টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে ৫৬১টি বুথকে ক্রিটিক্যাল চিহ্নিত করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া জেলায় মোট ৯৯ জন এমন লোককে চিহ্নিত করা হয়েছে যারা ভোট চলাকালীন সমস্যা সৃষ্টি করতে পারে। এদের মধ্যে ৬১ জনের বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তিনজনকে ইতিমধ্যে পুলিস গ্রেফতার করেছে। কোনো একটি রাজনৈতিক দলের একজন প্রার্থীর বিপুল পরিমাণে ভোট পাওয়া,নির্বাচন চলাকালীন বা নির্বাচন পরবর্তী সময়ে বুথে গণ্ডোগোলের কোনো ঘটনা ঘটা,রাজনৈতিক সংঘর্ষ সহ আরো একাধিক বিষয়কে গুরুত্ব দিয়েই বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।

পাশাপাশি ক্রিটিক্যাল বুথের ক্ষেত্রে ওই এলাকায় পৌঁছনোর জন্য সঠিক রাস্তা, নদী পার হয়ে যেতে হয় কী না, মোবাইল পরিষেবা ঠিকঠাক রয়েছে কী না সহ এলাকার অন্যান্য বিষয়কেও নজরে রাখা হচ্ছে।

বিগত কয়েকটি নির্বাচনে উত্তর দিনাজপুরে একাধিক গণ্ডোগোলের ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় অভিযুক্তের তালিকায় নাম এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্তাব্যক্তিদের। তাছাড়া গত পঞ্চায়েত নির্বাচনের সময়ে এক প্রিসাইডিং অফিসারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সাড়া ফেলেছিল রায়গঞ্জ শহরে। অফিসারের মৃত্যুকে কেন্দ্র করে পথ অবরোধ,মহাকুমা শাসককে নিগ্রহ সহ একাধিক ঘটনার সাক্ষী ছিল রায়গঞ্জবাসী।

তাছাড়া রায়গঞ্জ পুরসভা নির্বাচনের সময় সন্ত্রাসের অভিযোগে সরব ছিল বিভিন্ন রাজনৈতিক দল। এসবের পাশাপাশি লোকসভার প্রস্তুতি পর্বে উত্তর দিনাজপুর জেলার চোপড়া সহ আরো কয়েকটি জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটেছে। তাই দিক নজরে রেখেই লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য নিরাপত্তা বলয় শক্ত করা হচ্ছে। কারণ অবাধ এবং শান্তিপূর্ণভাবে লোকসভা ভোট করানোই এই মুহূর্তে সরকারের একমাত্র প্রধান লক্ষ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!